Advertisement
Advertisement

এবার কি ইস্টবেঙ্গলের পথে রবিনহো? বড়সড় চমক দিতে চলেছে লাল-হলুদ

টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন।

East Bengal trying to sign Brazilian striker Robinho

ফাইল ছবি

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 11, 2018 8:14 pm
  • Updated:July 11, 2018 8:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিবেশী ক্লাব মোহনবাগানে যখন কর্তাদের দড়ি টানাটানি চলছে, তখন একের পর এক চমক দিয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল। প্রথমে দেশের অন্যতম বড় সংস্থা কোয়েসের সঙ্গে স্পনসরশিপ ডিল, তারপর কোস্টারিকার বিশ্বকাপার জনি অ্যাকোস্টাকে সই করানো। কিন্তু এরপর যে চমকটি দেওয়ার চেষ্টা করছে ইস্টবেঙ্গল তা হয়তো কলকাতা ময়দানের ইতিহাসে যুগান্তকারী অধ্যায় হিসেবে লেখা থাকবে।

[রাশিয়া বিশ্বকাপে ঢুকে পড়ল ইস্টবেঙ্গল, লাল-হলুদে সই তারকা ডিফেন্ডারের]

শোনা যাচ্ছে প্রাক্তন ব্রাজিলিয়ান স্ট্রাইকার তথা প্রাক্তন রিয়াল মাদ্রিদ তারকা রবিনহোকে সই করানোর চেষ্টা করছে লাল-হলুদ শিবির। একসময় ইউরোপ তথা ব্রাজিলের সেরা তারকাদের মধ্যে উপরের সারিতে ছিলেন রবিনহো। খেলেছেন এসি মিলান, রিয়াল মাদ্রিদ, ম্যাঞ্চেস্টার সিটির মতো ইউরোপের প্রথম সারির ক্লাবে। আপাতত তিনি তুরস্কের সুপার লিগের ক্লাব সিভাস্পোরে খেলছেন। ওই ক্লাবটির সঙ্গে ২০১৯ সাল পর্যন্ত চুক্তি রয়েছে ৩৪ বছর বয়সী স্ট্রাইকারের। তাই রবিনহোকে সই করানোর জন্য ক্লাবটিকে ট্রান্সফার ফি দিতে হবে ইস্টবেঙ্গলকে।

Advertisement

[‘হিরো’ থাইল্যান্ডের খুদে ফুটবলাররাই, সেমিফাইনালের জয় উৎসর্গ পোগবার]

ইতিমধ্যেই প্রাক্তন রিয়াল তারকার প্রতিনিধিদের সঙ্গে কথা বলা শুরু করেছে লাল-হলুদ কর্তারা। রবিনহো ইস্টবেঙ্গলে এলে ভারতীয় ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি টাকার ফুটবলার হবেন তিনি। শোনা যাচ্ছে, রবিনহোর প্রতিনিধিরা ইস্টবেঙ্গলের কাছে মোট ১৭ কোটি টাকা চাইছেন সই করার জন্য। ইস্টবেঙ্গল নাকি সেই অঙ্কের টাকা দিতে রাজিও হয়ে গিয়েছে। কিন্তু চুক্তি আটকে আছে ট্রান্সফার ফি-র জন্য। তুরস্কের ক্লাবটি ইস্টবেঙ্গলের কাছে দলবদলের জন্য চাইছে আরও ১৬ কোটি টাকা। এত বেশি পরিমাণ টাকা মেটাতে রাজি নয় লাল-হলুদ শিবির। তবে, কর্তারা এখনও কথা চালিয়ে যাচ্ছেন। শেষ পর্যন্ত যদি ক্লাবকে রাজি করানো যায় রবিনহোই হবেন কলকাতা ফুটবলের সবথেকে বড় নাম। এর আগে রবি কেন, লুইস গার্সিয়ারা অ্যাটলেটিকো ডি কলকাতার জার্সি গায়ে খেলে গিয়েছেন। তবে, রবিনহো ইস্টবেঙ্গলের হয়ে সই করলে তা নিঃসন্দেহে বড় চমক হতে পারে। যদিও এ বিষয়ে সরকারিভাবে কোনওপক্ষই মুখ খোলেনি।তাছাড়া ইস্টবেঙ্গলের নতুন স্পনসর এলেও এত বড় অঙ্কের ট্রান্সফার আদৌ কতটা সম্ভব ইস্টবেঙ্গলের পক্ষে তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement