Advertisement
Advertisement

চুরি গিয়েছে সাইকেল, ডার্বির নায়ক জবিকে বাইক উপহার দিচ্ছে ইস্টবেঙ্গল

ডার্বির আগেই চুরি যায় জবির সাইকেল।

East Bengal to gift bike to Jobi Justine
Published by: Subhajit Mandal
  • Posted:February 1, 2019 10:30 am
  • Updated:February 1, 2019 5:18 pm  

স্টাফ রিপোর্টার: ভাল পারফরম্যান্স করে যেতে পারলে পুরস্কারের মাত্রা ক্রমশ বাড়তে থাকে। লাল-হলুদের নতুন তারা জবি জাস্টিনের ক্ষেত্রেও হতে চলেছে তা। টানা দু’টি বড় ম্যাচে গোল। বিদেশিদের পিছনে ফেলে একের পর এক ম্যাচে ধারাবাহিকভাবে দুরন্ত পারফরম্যান্স। পাঁচটি ম্যাচে সেরার স্বীকৃতি। অন্য ক্লাবগুলির বিদেশি স্ট্রাইকারদের সঙ্গে পাল্লা দিয়ে আই লিগের সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে থাকা। সবথেকে বড় বিষয় হল, ক্লাবকে চ্যাম্পিয়নশিপের দৌড়ে জোরালোভাবে টিকিয়ে রাখা।এরই পুরস্কার পেতে চলেছেন জবি।

[ডার্বি হারের পর ফের ধাক্কা, ঘরের মাঠে গোকুলামকেও হারাতে পারল না মোহনবাগান]

ইস্টবেঙ্গল কর্তারা ঠিক করেছেন কেরলীয় স্ট্রাইকারকে নতুন একটি বাইক উপহার দেওয়া হবে। স্প্যানিশ কোচ আলেজান্দ্রো মেনেজেসের সিদ্ধান্ত অনুযায়ী হোম ম্যাচের দু’দিন আগে হোটেলে গিয়ে ওঠে দল। বড় ম্যাচের আগে হোটেল যাওয়ার সময় জবি লক্ষ করেন ফ্ল্যাটের নিচে রাখা সাইকেল চুরি গিয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচের কথা মাথায় রেখে সেই চিন্তা দূরে সরিয়ে রেখেছিলেন। ডার্বি শেষের পরই প্রকাশ্যে আনেন সেই কথা। প্রথমে ঠিক করেন আগামী মাসের বেতন পেয়ে কিনবেন নতুন সাইকেল। পরে একদল সমর্থক বলেন, তাঁরাই চাঁদা তুলে উপহার দেবেন সাইকেল। সব জানতে পেরে কোয়েস সিদ্ধান্ত নেয়, নতুন নায়ককে সাইকেল কিনে দেবে তারা। এর মধ্যেই কর্তারা ঠিক করেন, সাইকেল নয়, নতুন নায়ককে দেওয়া হবে বাইক। এই প্রসঙ্গে কোয়েস জানিয়েছে, ক্লাব চাইলে বাইক কেন, গাড়িও দিতেই পারে। এতে তাদের কোনও আপত্তি নেই।

Advertisement

[জাতীয় চ্যাম্পিয়নশিপে চূড়ান্ত অব্যবস্থা, মাটিতে ঘুমাতে হল সাইক্লিস্টদের]

এর মাঝেই দু’দিন ছুটি কাটিয়ে মাঠে মেনে পড়ল ইস্টবেঙ্গল। এদিন শুরুতেই ফুটবলারদের কড়া বার্তা দিয়ে রেখেছেন কোচ। তাঁর বক্তব্য, দ্রুত ভুলে যেতে হবে বড় ম্যাচ। কারণ আই লিগে এখনও অনেক ম্যাচ বাকি। যার প্রথম হার্ডল আগামী বৃহস্পতিবার নেরোকার বিরুদ্ধে। ভারতে অভিষেক ম্যাচে মণিপুরে নেরোকার বিরুদ্ধে নেমেছিল আলেজান্দ্রোর দল। সেদিন এনরিকের জোড়া গোলে জেতে ইস্টবেঙ্গল। ঘরের মাঠেও সেই ধারা বজায় রাখতে চান আলেজান্দ্রো। সেই লক্ষ্যেই প্রস্তুতি শুরু করে দিলেন তিনি। বৃহস্পতিবার ঘণ্টাখানেক ফিজিক্যাল ট্রেনিং করানোর পর মাত্র মিনিট কুড়ি সিচুয়েশন প্র‌্যাকটিস করানো হয়।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement