Advertisement
Advertisement
East Bengal

‘ভালবাসার প্রতিদান দেব’, ইস্টবেঙ্গলে যোগ দিয়েই সমর্থকদের প্রতিশ্রুতি দুই বিদেশির

রক্ষণে এলসি এবং পারডো দলের সম্পদ, বলছেন ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাত।

East Bengal signs Jordan Elsey and Antonio Pardo Lucas for the upcoming season । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:August 5, 2023 10:46 am
  • Updated:August 5, 2023 10:46 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন মরশুমে ইস্টবেঙ্গল (East Bengal) জার্সিতে খেলতে দেখা যাবে জর্ডন এলসি (Jordan Elsey) এবং হোসে আন্তোনিও পারডো লুকাসকে (Antonio Pardo Lucas)।

এ লিগের ক্লাব অ্যাডিলেড ইউনাইটেডের হয়ে ১২৪টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। নিউ ক্যাসল জেটস-এর হয়ে ৩৫টি ম্যাচ খেলেন তিনি। গত মরশুমে পার্থ গ্লোরির হয়ে খেলেন জর্ডন। সেখান থেকে ইস্টবেঙ্গলে আসছেন তিনি।

Advertisement

স্পেনের ক্লাব এলডেন্সের হয়ে খেলেছেন গত মরশুমে। ইভান গনজালেজের পরিবর্তে নেওয়া হচ্ছে লুকাসকে। লাল-হলুদের রক্ষণ সামলাতে পারেন লুকাস ও জর্ডন। 

[আরও পড়ুন: আজ কলকাতা লিগে প্রতিপক্ষ ইউনাইটেড, টানা ম্যাচ খেলার ক্লান্তিই চ্যালেঞ্জ মোহনবাগানের]

 

দুই ডিফেন্ডার প্রসঙ্গে ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কুয়াদ্রাত বলছেন, ”রক্ষণে এলসি এবং পারডো দলের সম্পদ। দু’ জন রক্ষণকে নির্ভরতা দেবে বলেই আশা রাখি। দলের সাফল্যের জন্য ডিফেন্স মজবুত রাখা দরকার। আমাদের ডিফেন্স বেশ শক্তিশালী বলেই মনে হয়।”

ইমামি ইস্টবেঙ্গলের কর্তা সন্দীপ আগরওয়াল দুই বিদেশিকে দলে নেওয়া প্রসঙ্গে বলেছেন, ”আমাদের হেড কোচের সঙ্গে আলোচনার পরে দুই বিদেশিকে নেওয়া হয়েছে। আমাদের ব্যাকলাইন সংগঠিত করাই আসল উদ্দেশ্য। তাদের যৌথ অভিজ্ঞতা আমাদের দলক শক্তিশালী করবে।”

লুকাস বলছেন, ”ভারতীয় ফুটবলে আমার জার্নি শুরু হতে চলেছে। ইস্টবেঙ্গলের মতো ঐতিহাসিক ক্লাবে খেলব এটাই ভেবেই আমি উত্তেজিত। আমাদের সমর্থকরা প্রতিটি ম্যাচে আবেগের বিস্ফোরণ ঘটায়, আমিও সমর্থকদের ভালবাসা ফিরিয়ে দেব বলেই আশাবাদী। দুর্দান্ত একটা বছর অপেক্ষা করে রয়েছে।”

[আরও পড়ুন: ২ মাসের যমে-মানুষের লড়াইয়ে হার, করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় জখম বাংলার যুবকের মৃত্যু]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement