Advertisement
Advertisement

হৃদরোগে আক্রান্ত লাল-হলুদ ফুটবলার আনোয়ার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা একেবারেই ভাল যাচ্ছে না ইস্টবেঙ্গলের। মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হলেন ইস্টবেঙ্গলের ফুটবলার আনোয়ার আলি। কীভাবে এমন ঘটনা ঘটল তা এখনও সঠিকভাবে জানা যায়নি। বর্তমানে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডা. এস বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। এনজিওপ্লাস্ট চলছে।আরও পড়ুন:এমবাপেদের দাপটে লা লিগায় সহজ জয় রিয়ালের, ইপিএলে গোলের বন্যায় শীর্ষেই রইল লিভারপুলনিজেরা সবুজ […]

East Bengal Player Anwar Ali Suffers Massive Cardiac Arrest
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 25, 2017 7:56 am
  • Updated:April 25, 2017 11:03 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা একেবারেই ভাল যাচ্ছে না ইস্টবেঙ্গলের। মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হলেন ইস্টবেঙ্গলের ফুটবলার আনোয়ার আলি। কীভাবে এমন ঘটনা ঘটল তা এখনও সঠিকভাবে জানা যায়নি। বর্তমানে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডা. এস বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। এনজিওপ্লাস্ট চলছে।

[ডোপ কেলেঙ্কারিতে নাম জড়াল ভারতীয় গোলকিপার সুব্রত পালের]

মঙ্গলবার সকালে প্রাকটিসের পরে বাড়ি যাওয়ার পথে হঠাৎই বুকে ব্যাথা অনুভব করেন ইস্টবেঙ্গল রক্ষণের এই খেলোয়াড়। তারপর সাধারণ চেক-আপের জন্য দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে যান তিনি। সেখানেই আচমকা হৃদরোগে আক্রান্ত হন আনোয়ার।

Advertisement

চলতি আই লিগে লাগাতার হারের গ্লানি তো রয়েইছে। সেই সঙ্গে ট্রেভর জেমস মর্গ্যান বিদায়ের পরও ঘটেছিল দুর্ঘটনা। লাল-হলুদে নতুন কোচ হিসেবে যোগ দেওয়া সন্তোষ জয়ী বাংলা কোচ মৃদুল বন্দ্যোপাধ্যায় প্রথম দিনই ইস্টবেঙ্গল প্র্যাকটিসে এসে পায়ে গুরুতর চোট পান। ফলে কোচের কুরসি ছেড়ে দিতে হয় তাঁকে। রঞ্জন চৌধুরীর তত্ত্বাবধানেই মিনার্ভা পাঞ্জাবের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন ওয়েডসনরা। এবার আনোয়ারের অসুস্থতায় চিন্তার ভাঁজ ক্লাবকর্তা ও ফুটবলারদের কপালে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement