সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃষ্টির বিরাম নেই। ভেসে যাচ্ছে হাজার-হাজার ঘর-বাড়ি। দিশেহারা সাধারণ মানুষ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। কেরলের ভয়াবহ বন্যায় উদ্বীগ্ন গোটা দেশ। আর এমন পরিস্থিতিতেও স্পোর্টসম্যানশিপের পরিচয় দিয়ে চলেছেন ইস্টবেঙ্গলের ফুটবলার জবি জাস্টিন, মির্শাদ, উবেদরা। কেরলের বন্যায় রাতের ঘুম উড়েছে পরিবারের লোকজনের। সবসময় যোগাযোগও করা সম্ভব হচ্ছে না তাঁদের সঙ্গে। কিন্তু খেলার স্বার্থে কলকাতাতেই তাঁরা। তবে এ শহর থেকেই খেলার ফাঁকে কেরলের মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তাঁরা। জাস্টিনদের উদ্যোগে বন্যাবিধ্বস্ত রাজ্যের পাশে দাঁড়াল ইস্টবেঙ্গল ক্লাব ও তার সমর্থকরা।
মাঠে এসেছিলেন প্রিয় দলের জয়ের সাক্ষী হতে। কিন্তু মহৎ কাজ করে মাঠ ছাড়লেন। কেরলের বন্যা দুর্গতদের সাহায্যার্থে যে যাঁর সাধ্যমতো অর্থ দান করলেন। সমর্থক ও ফুটবলারদের সেই ছবিই শনিবার ক্যামেরাবন্দি হয় ইস্টবেঙ্গল মাঠে। ইস্টবেঙ্গল গোলকিপার মির্শাদের বাড়ির একতলা জলের তলায় চলে গিয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথাও বলা সম্ভব হচ্ছে না। অথচ তাঁদের কাছে ছুটে যেতেও পারছেন না তিনি। বলছেন, লিগের মাঝে প্র্যাকটিস বন্ধ করে যাওয়া যায় না। টেনশনেই দিন কাটছে। আরেক গোলকিপার উবেদেরও মন পড়ে আছে কেরলে। জাস্টিনের পরিবার আপাতত নিরাপদেই রয়েছেন। ভারতীয় সেনা যে তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ চালাচ্ছে, তাতে সন্তুষ্ট লাল-হলুদ স্ট্রাইকার। তবে জলমগ্ন কিংবদন্তি ফুটবলার আইএম বিজয়নের বাড়িও। আপাতত ১০ কিলোমিটার দূরে স্ত্রীর বাপের বাড়িতে গিয়ে উঠেছেন। তাঁর অনুরোধ, “কেরলবাসীর জন্য সবাই প্রার্থনা করুন।”
My thoughts & prayers are with the people of #Kerala during this difficult time. We all pray for the safety and wellbeing of our countrymen. Join me in contributing to the CM Distress Relief Fund. Details here – pic.twitter.com/aZq2Bsq5PM
— Ravi Shastri (@RaviShastriOfc) August 19, 2018
কেরলবাসীদের পাশে দাঁড়িয়েছেন ভারতীয় ক্রিকেটাররাও। সঞ্জু স্যামসন বন্যা দুর্গতদের ১৫ লক্ষ টাকা দান করেছেন। ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রীও অর্থ সাহায্য করেছেন এবং দেশবাসীদের কেরলের পাশে থাকতে অনুরোধ জানিয়েছেন। খেলার দুনিয়ার তারকাদের মতোই কেরলবাসীর পাশে দাঁড়িয়েছেন অনিভেত্রী সানি লিওনও। পাঁচ কোটি টাকা অর্থ সাহায্য করেছেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.