Advertisement
Advertisement
East Bengal

লাজংয়ের ভরা গ্যালারি ভাবনা কোচ কুয়াদ্রাতের

কোয়ার্টার ফাইনাল ম্যাচে জামশেদপুর যাচ্ছেন না ম্যাকলারেন

East Bengal Coach Kuadrat is under a bit of pressure with Lajong's full gallery
Published by: Amit Kumar Das
  • Posted:August 21, 2024 9:43 am
  • Updated:August 22, 2024 9:22 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর পাঁচেক আগে শেষবার শিলং লাজংয়ের মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল। সেই ম্যাচ ৫-০ গোলে জিতেছিল লাল-হলুদ। দীর্ঘ বিরতির পর আবার মুখোমুখি হচ্ছে দু’দল, এবার ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে। যে ম্যাচের আগে আক্রমণ নিয়ে স্বস্তি আছে লাল-হলুদ শিবিরে, রক্ষণ নিয়ে রয়েছে চাপা উদ্বেগ।

মরশুমের প্রথম তিন ম্যাচে মোট আট গোল করেছে ইস্টবেঙ্গল। দিমিত্রিয়স দিয়ামান্তাকস, মাদিহ তালাল, ডেভিড লালহানসাঙ্গা, সল ক্রেসপোরা গোলের মধ্য আছেন। কলকাতায় শেষ দু’দিন ঠিক মতো অনুশীলন না করলেও এদিন শিলংয়ে দলের সঙ্গে প্র্যাকটিস করলেন ক্লেটন সিলভা। ফলে আক্রমণ নিয়ে তেমন ভাবনা নেই। কোচ কুয়াদ্রাতের চিন্তা রক্ষণ। তিন ম্যাচে পাঁচ গোল খাওয়ার লাল-হলুদ রক্ষণে চোট সমস্যায় নেই অনেকেই। পায়ে স্ট্র্যাপ বেঁধে শেষ ম্যাচ খেলা হিজাজি মাহের অবশ্য এখন ফিট। মহম্মদ রাকিপের অনুপস্থিতিতে বুধবার শুরু থেকে খেলতে পারেন প্রভাত লাকড়া। পাশাপাশি প্রথম একাদশে আসতে পারেন দিমিত্রিয়সও। এছাড়া দলে তেমন বদলের সম্ভাবনা নেই। এবার ডুরান্ড কাপে লাজং বেশ ভালো ফর্মে আছে। শিলংয়ের মাটিতে তাদের বিরুদ্ধে খেলা চ্যালেঞ্জিং হবে বলেই মনে করছেন কুয়াদ্রাত। সঙ্গে জানেন, জওহরলাল নেহেরু স্টেডিয়ামে সমর্থনের সিংহভাগ স্থানীয় ক্লাবের পক্ষে যাবে। “আমরা প্রতিপক্ষের ঘরে খেলতে এসেছি। ফলে ওদের সমর্থক বেশি থাকবে, সেটাই প্রত্যাশিত। তবে আমাদেরও কিছু সমর্থক থাকবে বলে আমি আশাবাদী। তাঁরা আমাদের ভালো খেলতে উৎসাহ দেবেন,” বার্তা লাল-হলুদ কোচের। এদিন শিলংয়ে দলের সঙ্গে যোগ দিলেন হেক্টর ইউস্তে।

Advertisement

[আরও পড়ুন: অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে সরল মহিলাদের টি-২০ বিশ্বকাপ, কোথায় হবে মেগা টুর্নামেন্ট?]

নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে ডুরান্ড কাপে ডার্বি বাতিল করা হয়েছে। ১৪ আগস্ট অলটিন আসার ম্যাচের পর টানা দিন সাতেক সময় পাওয়া গিয়েছে প্রস্তুতির জন্য। তাতে অবশ্য বিশেষ লাভ হয়নি ইস্টবেঙ্গলের। কারণ কোয়ার্টার ফাইনাল খেলতে অনেকটা পথ পাড়ি দিয়ে শিলং আসতে হয়েছে লাল-হলুদকে। যে যাত্রার দুর্ভোগ বেড়ে গিয়েছিল বিমান বিভ্রাটে। অবশ্য বুধবার সন্ধ্যায় শিলং লাজংয়ের বিরুদ্ধে নামার আগে দল তৈরি বলেই বার্তা ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতের। সফরের ক্লান্তি দলের পারফরম্যান্সে প্রভাব ফেলবে না বলেই মনে করছেন তিনি। দলের মিডিয়া টিমকে দেওয়া সাক্ষাৎকারে কুয়াদ্রাত বলেছেন, “আমরা ম্যাচের জন্য তৈরি। জানি, দল অনেকটা পথ যাত্রা করে এসেছে। তবে আমরা পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার সময় পেয়েছি।”

[আরও পড়ুন: হরিয়ানার বিধানসভা নির্বাচনে লড়বেন ভিনেশ! বোন ববিতার বিরুদ্ধেই প্রার্থী তারকা কুস্তিগির?]

অন্যদিকে, ডুরান্ডের কোয়ার্টার ফাইনাল খেলতে বুধবার জামশেদপুর যাচ্ছে মোহনবাগান। শুক্রবার জেআরডি স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। জেমি ম্যাকলারেনের চোট না সারলেও সোমবার পর্যন্ত ঠিক ছিল এই ম্যাচ খেলতে যে দল যাচ্ছে, তার সঙ্গে ম্যাকলারেনকেও নিয়ে যাওয়া হবে। তাঁকে দলের সঙ্গে রেখে অনুশীলন করানো হবে। কিন্তু মঙ্গলবার দুপুরেই জানা গিয়েছে ডুরান্ডের সেমি ফাইনাল-ফাইনাল ম্যাচ কলকাতায় হতে পারে। তাই এক ম্যাচ খেলতে যাওয়ার জন্য আর ম্যাকলারেনকে নিয়ে যাওয়ার পরিকল্পনা থেকে সরে আসছেন মোহনবাগান কোচ জোসে মোলিনা। ম্যাকলারেনের পাশাপাশি চোট পাওয়া গ্লেন মার্টিন্সকেও নিয়ে যাওয়া হচ্ছে না জামশেদপুর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement