Advertisement
Advertisement

তিন পয়েন্টই পাখির চোখ মরিয়া কুয়াদ্রাতের, মোহনবাগানের সঙ্গে ফারাক কমাতে চান স্প্যানিশ কোচ

আত্মতুষ্টি যেন গ্রাস না করে, কুয়াদ্রাতের লক্ষ্য সেদিকেই।

সাংবাদিক বৈঠকে কুয়াদ্রাত ও ক্লেটন। ছবি-পিন্টু প্রধান

Published by: Krishanu Mazumder
  • Posted:February 2, 2024 7:11 pm
  • Updated:February 2, 2024 7:11 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপার কাপ (Super Cup) চ্যাম্পিয়ন হওয়ার রেশ এখনও কাটেনি। এর মধ্যেই আইএসএলের প্রথম ডার্বির দুন্দুভি বেজে গিয়েছে। বাঙালির বড় আবেগের, বড় প্রিয় ডার্বি ম্যাচের পারদ চড়তে শুরু করে দিয়েছে। চলতি মরশুমের ইস্ট-মোহনের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে রয়েছেন লাল-হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat)। কিন্তু আইএসএলের পয়েন্টের নিরিখে বিচার করলে মোহনবাগান কিন্তু বহু যোজন এগিয়ে ইস্টবেঙ্গলের (East Bengal) থেকে। ১০ ম্যাচ থেকে ১১ পয়েন্ট লাল-হলুদের।

ইস্টবেঙ্গল লিগ তালিকায় আট নম্বরে। অন্যদিকে মোহনবাগান পাঁচ নম্বরে। ১০ ম্যাচ থেকে সবুজ-মেরুনের সংগ্রহ ১৯ পয়েন্ট। শনিবাসরীয় ডার্বি-যুদ্ধ মোহনবাগান জিতলে ইস্টবেঙ্গলের থেকে এগারো পয়েন্ট এগিয়ে যাবে আন্তোনিও লোপেজ হাবাসের দল। মহানদীর তীরে শাপমুক্তি ঘটেছে ইস্টবেঙ্গলের। দীর্ঘ ১২ বছরের ট্রফি খরা কেটেছে। লাল-হলুদের ম্যাজিশিয়ান ম্যাচের আগেরদিন সাংবাদিক বৈঠকে জানিয়ে দিয়েছেন, মোহনবাগানকে তাঁদের থেকে ১১ পয়েন্ট এগিয়ে যেতে দেবেন না। মরণপন লড়াই করবে ইস্টবেঙ্গল। জানিয়ে গেলেন স্প্যানিশ ম্যাজিশিয়ান। 

Advertisement

[আরও পড়ুন: ডার্বি-পুজোয় গায়ে ওঠে নতুন জামা, শিবপুরের ত্রিদীপের ভালবাসার পৃথিবীর রং সবুজ-মেরুন]

তিনি বলছেন, ”বড় জয়ের পরে মনোযোগ নষ্ট হতেই পারে। ছেলেদের মনোসংযোগ যাতে নষ্ট না হয়, সেই চেষ্টা করছি আমরা। বেঙ্গালুরুর সঙ্গেও ঘটেছে এমনটা। আমরা ফুটবল জগতের সঙ্গে রয়েছি দীর্ঘদিন। অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে। আমি এটাও জানি যে আমার ছেলেদের মোটিভেশনের দরকার পড়বে না। আরও একটা বড় ম্যাচ খেলার জন্য তৈরি ওরা। বড় ম্যাচ খেলার মোটিভেশন রয়েছে ওদের।”
কুয়াদ্রাত আরও বলছেন, ”মোহনবাগান আমাদের থেকে এই মুহূর্তে আট পয়েন্টে এগিয়ে রয়েছে। আমাদের তিন পয়েন্ট দরকার এখন। আমরা জেতার চেষ্টা করব আর মোহনবাগানের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমানোর চেষ্টা করব। এটাই আমাদের উদ্দেশ্য।”
বড় ম্যাচে ইস্টবেঙ্গল পাবে না সৌভিক চক্রবর্তীকে। সুপার কাপ ফাইনালে তিনি লাল কার্ড দেখেন। সৌভিক খেলতে না পারায় কি চাপে থাকবে ইস্টবেঙ্গল? কুয়াদ্রাত বলছেন, ”লড়াইটা এগারো বনাম এগারোই হবে। সৌভিকের কাজটা কে করতে পারে, সেটাই আগে দেখতে হবে। সৌভিককে নিয়ে আমরা খুশি। তবে সৌভিকের জায়গায় কাকে নামান যায় সেটাই দেখতে হবে।”
সুপার কাপের অব্যবহিত পরেই জার্সির রং বদলেছেন বোরহা হেরেরা ও সিভেরিও। তাঁদের শূন্যস্থান ভরাট করে ফেলেছে ইস্টবেঙ্গল। কিন্তু ডার্বিতে চার জন বিদেশিকে পাচ্ছে ইস্টবেঙ্গল। ছজন বিদেশি থাকছেন না ইস্টবেঙ্গলের স্কোয়াডে। কুয়াদ্রাত বলছেন. ”চার জন বিদেশিকে নিয়ে খেলব আমরা। আমার ছেলেদের উপরে পূর্ণ সমর্থন রয়েছে। আমরা ভালো খেলছি। বোরহা মানোলোর হয়ে খেলতে চেয়েছিল। আমি ওকে বারণ করিনি। ওকে যেতে দিয়েছি।”

 

[আরও পড়ুন: ছন্নছাড়া বোলিংয়ের সঙ্গে ক্যাচ ফেলে দেওয়ার বহর! মুম্বইয়ের ‘বাজবল’ ছকে ব্যাকফুটে বাংলা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement