Advertisement
Advertisement

রালতের হ্যাটট্রিকে ফের জ্বলল মশাল, লাজংকে গোলের মালা ইস্টবেঙ্গলের

১৫ ম্যাচে ৩১ পয়েন্ট ইস্টবেঙ্গলের।

East Bengal beats Shillong Lagong
Published by: Sulaya Singha
  • Posted:February 14, 2019 7:01 pm
  • Updated:February 14, 2019 7:08 pm  

ইস্টবেঙ্গল: ৫ (রালতে-হ্য়াটট্রিক, জবি, এনরিকে)
শিলং লাজং: ০

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ম্যাচের বয়স তখন ২৮ মিনিট। লাজংয়ের দুই ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে জড়ালেন জবি জাস্টিন। তারপরই গ্যালারির দিকে মুখ করে বসলেন। বুকের মধ্যে থেকে হৃদয় খুলে সমর্থকদের দিকে ফুঁ দিয়ে উড়িয়ে দেওয়ার ভঙ্গি করলেন তিনি। আর তাতেই হাততালিতে গর্জে উঠল যুবভারতী। ভ্যালেন্টাইনস ডে-তে যে প্রিয় দল উপহার দেবে, সে আশা ছিলই। তবে লাজংকে এভাবে নাস্তানাবুদ হতে হবে, তা অনেকেই ভাবেননি। এদিন লালডানমাওয়া রালতে একাই সব ছাড়খার করে দিলেন। তাঁর হ্যাটট্রিকের সুবাদেই দুর্বল লাজংকে গোলের মালা পরাল ইস্টবেঙ্গল।

Advertisement

[মোহনবাগানের জন্যই আটকে আইএসএল বিড, কবে খুলবে জট?]

ম্যাচ শুরুর আগে আলেজান্দ্রো দুই ফুটবলারকেই তুরুপের তাস হিসেবে ধরেছিলেন। জবি জাস্টিন এবং এনরিকে। কিন্তু এদিন তাঁদেরকেও ছাপিয়ে গেলেন অন্য এক দেশি তারকা। তিনি রালতে। বিদেশিহীন লাজংয়ের রক্ষণভাগ বারবার ভেঙে ঢুকে পড়লেন তিনি। প্রথমার্ধে দুটি আর দ্বিতীয়ার্ধে একটি গোল করে একাই দলের জয় নিশ্চিত করে দিয়েছিলেন তিনি। তবে তাঁর দ্বিতীয় গোলটি নিঃসন্দেহে বিশ্বমানের। বোরহা গোমেজের বাড়ানো বল বক্সের বাইরে থেকে লব করে প্রতিপক্ষের গোলকিপারের মাথার উপর দিয়ে গোলে ঢুকে যায়। প্রথমার্ধে চার-চারটে গোল হজম করে বেশ অসহায় হয়ে পড়ে শেষের কবিতার শহরের দল। এমন পরিস্থিতিতে যে চ্যাম্পিনয়শিপের দৌড়ে থাকা দলের সঙ্গে লড়াই করে ঘুরে দাঁড়ানো মুশকিল, তা ভাল বুঝতে পারছিলেন লাজং ফুটবলাররা। তা সত্ত্বেও লজ্জা বাঁচাতে দ্বিতীয়ার্ধে রক্ষণে নেমে এসে খেলতে থাকেন তাঁরা। কিন্তু রালতেকে আটকানো যায়নি। বিপক্ষের কফিনে শেষ পেরেক পুঁতে দেন তিনি।

[অবসর ভেঙে ক্রিকেটের বাইশ গজে ‘প্রত্যাবর্তন’ শোয়েব আখতারের!]

আত্মতুষ্টি নয়। শুধুই আত্মবিশ্বাসী। ইস্টবেঙ্গলের এই বিরাট জয়ের পর নিজের ফুটবলারদের নিয়ে এমন গর্ব করতেই পারেন আলেজান্দ্রো। ইস্টবেঙ্গল ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে আই লিগ জয়ের লক্ষ্যে আরও খানিকটা এগিয়ে গেল। যেখান থেকে আর কোনওভাবেই ফিরে তাকাতে চায় না গোটা দল। এখন শুধুই আই লিগে শাপমুক্তির লক্ষ্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement