Advertisement
Advertisement

জাস্টিনের জোড়া গোলেই বাজিমাত, পাঠচক্রকে হারিয়ে জয়ের সরণিতে ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গল গ্যালারিতে জ্বলল মশাল৷

East Bengal beats Pathachakra by 3-0
Published by: Sulaya Singha
  • Posted:August 14, 2018 6:32 pm
  • Updated:August 14, 2018 6:36 pm  

ইস্টবেঙ্গল: ৩ (জাস্টিন-২, রালতে-পেনাল্টি)
পাঠচক্র: ০

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যা হয়েছে, হয়েছে৷ আর কোনও ভুল নয়৷ এখন শুধুই ফোকাস রেখে এগিয়ে যাওয়ার পালা৷ মঙ্গলবার ইস্টবেঙ্গল ফুটবলারদের বডি ল্যাঙ্গুয়েজটা ছিল ঠিক এমনটাই৷ জমাট বাঁধা, আত্মবিশ্বাসী একটা দলকে এদিন খেলতে দেখা গেল পাঠচক্রের বিরুদ্ধে৷ আর লাল-হলুদ তিন পয়েন্ট তুলে নিতেই ফের জমে গেল কলকাতা লিগ৷

Advertisement

[সালাহর বিরুদ্ধে অভিযোগ দায়ের লিভারপুলের, কী করলেন স্ট্রাইকার?]

গত দুই ম্যাচে আমনাকে পরে নামিয়েছিলেন টিডি সুভাষ চক্রবর্তী৷ দলে যখন বিদেশির অভাব তখন আমনাকে প্রথম একাদশে না রাখার যুক্তি অনেকেরই মাথায় ঢোকেনি৷ তবে সুভাষ আগেই বলেছিলেন, কলকাতা লিগকে এবার নেহাতই আই লিগের প্রস্তুতি মঞ্চ হিসেবে কাজে লাগাতে চাইছেন তিনি৷ তাই যখন যেমন ইচ্ছা পরীক্ষা-নিরীক্ষা করবেন৷ সেই কোপই পড়েছিল আমনার উপর৷ কিন্তু কাস্টসমের কাছে আটকে যাওয়ার পর অনেকটাই সতর্ক ইস্টবেঙ্গল টিডি৷ আমনাকে প্রথম থেকে খেলানোর ফলও মিলল হাতেনাতে৷ শুরু থেকেই পাঠচক্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন ডিকারা৷ তাই গোলমুখ খুলতে বিশেষ সময় লাগেনি৷ চলতি লিগে মাঠে নেমেই গোলের খাতা খুললেন জবি জাস্টিন৷ দুই অর্ধে দুটি গোল করে দলকে বড় ব্যবধানে জেতানোর অন্যতম কাণ্ডারি হয়ে রইলেন তিনি৷ ব্র্যান্ডনের দুর্দান্ত ক্রস থেকে নিঁখুত হেডারে দলকে শুরুতেই এগিয়ে দেন জাস্টিন৷ তাঁর দ্বিতীয় গোলটির নেপথ্যেও ছিলেন সেই ব্র্যান্ডন৷ পেনাল্টি থেকে একটি গোল করেন রালতে৷

[লজ্জার হারের পর সোশ্যাল মিডিয়ায় ভক্তদের আবেগপ্রবণ বার্তা বিরাটের]

গত দুই ম্যাচে ফরোয়ার্ডে নজর কাড়তে পারেননি গগনদীপ৷ এদিন স্ট্রাইকার পরিবর্তন করতেই ছন্দে ফিরল দল৷ তবে শুধু স্ট্রাইকাররাই নন, এদিন প্রশংসা প্রাপ্য লাল-হলুদ ডিফেন্ডারদেরও৷ পাঠচক্রের বেশ কয়েকটি প্রচেষ্টা আটকে দেন কিংশুকরা৷ তাও তো এখনও বিশ্বকাপার জনি অ্যাকোস্টা মাঠেই নামেননি৷ কাস্টমসের কাছে হারের পর ‘গো ব্যাক সুভাষ ভৌমিক’ স্লোগান তুলেছিলেন সমর্থকরা৷ তবে জয়ে ফিরতেই পালটে গেল ছবিটা৷ ইস্টবেঙ্গল গ্যালারিতে জ্বলল মশাল৷ উচ্ছ্বাসে ভাসলেন ভক্তরা৷ তিন ম্যাচে দলের সংগ্রহ সাত পয়েন্ট৷ লিগ তালিকার শীর্ষে থাকা মোহনবাগানের থেকে দু’পয়েন্ট পিছিয়ে দল৷ এবার আর পিছনে ফিরে তাকানো নয়, মশাল জ্বালিয়ে এভাবেই দলগতভাবে লড়াই করে এগোতে হবে৷ মঙ্গল সন্ধেয় সেই আত্মবিশ্বাসই ফিরল ইস্টবেঙ্গল শিবিরে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement