ইস্টবেঙ্গল- ২ (ওয়েডসন, প্লাজা)
ডিএসকে শিবাজিয়ান্স- ১ (গৌরমাঙ্গি সিং)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম কোনওরকমে ড্র করার পর সমর্থকরা প্রিয় দলের জয়ের মুখাপেক্ষী হয়ে ছিলেন। ঘরের মাঠে আইজলের কাছে আটকে গেলেও পুণেতে শিবাজিয়ান্সদের বিরুদ্ধে দুরন্ত খেলে মরশুমের প্রথম জয়ের স্বাদ পেল ইস্টবেঙ্গল। দুই নতুন বিদেশি ওয়েডসন এবং প্লাজার গোলে জয়ের সরণিতে ফিরল লাল-হলুদ শিবির। সেই সঙ্গে স্বস্তির নিঃশ্বাস ফেললেন কোচ মর্গ্যান। শনিবার তাঁর সেরা দুই বাজি তাঁকে নিরাশ করেনি। সমর্থকরাও খুশির আনন্দে উচ্ছ্বসিত।
এদিন প্রথমার্ধের ১৪ মিনিটের মাথায় পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। পেনাল্টি থেকে ভারতের মাটিতে প্রথম গোল করলেন হাইতিয়ান সোনি নর্ডির সতীর্থ ওয়েডসন। লাল-হলুদ শিবিরে পা রেখেই তিনি ক্লাবকে আই লিগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আই লিগের প্রথম ম্যাচে আইজলের ডিফেন্সের ভিড়ে কার্যত হারিয়ে গিয়েছিলেন ওয়েডসন। তাঁর খেলাও বেশ নিরাশ করেছিল দলকে। এদিন কিন্তু বেশ জ্বলে উঠেই খেললেন তিনি। প্রথমার্ধে ১-০ স্কোরে এগিয়ে থেকেই বিরতিতে মাঠ ছাড়ে পদ্মাপারের ক্লাব। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটের মাথায় শিবাজিয়ানের কিমের শট ইস্টবেঙ্গলের গোলকিপার রেহনেশ বাঁচালেও ফিরতি শটে গোল করে দেন পোড় খাওয়া ডিফেন্ডার গৌরমাঙ্গি সিং। ম্যাচের ৮১ মিনিটের মাথায় দু্র্দান্ত স্কিলের সৌজন্যে শিবাজিয়ানের জালে বল জড়িয়ে দেন আরেক বিদেশি প্লাজা। ম্যাচ শেষ হয় ইস্টবেঙ্গলের পক্ষে ২-১ স্কোরে। কাঙ্খিত জয় পেয়ে স্বস্তির বাতাস বইছে লাল-হলুদ শিবিরে। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান পরপর দুটি ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষে রয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.