ইস্টবেঙ্গল – ১ (আদিলেজা) এরিয়ান – ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইস্টবেঙ্গল এখন যাতেই হাত দিচ্ছে, তা-ই যেন সোনা হয়ে যাচ্ছে! লক্ষ্য ছিল ‘অলউইন রেকর্ড’ গড়ার৷ রবিবার সেটাও করে ফেললেন মেহতাবরা৷ ৯ ম্যাচের ৯টিই জিতে ক্লাবের সাফল্যের মুকুটে আরও একটা পালক যোগ করলেন ট্রেভর মরগ্যানের ছেলেরা৷
ট্রফি জেতা আগেই হয়ে গিয়েছিল৷ এদিন জায়ান্ট কিলার এরিয়ানকে হারিয়ে দ্বিগুণ সেলিব্রেশনে মাতলেন ডং, অর্ণবরা৷ বরাবরের শক্ত গাঁট হিসেবে পরিচিত এরিয়ান এদিন সাতবারের চ্যাম্পিয়নদের সামনে ধোপে টিকতে পারল না৷ ২০১০ ও ২০১৫ সালে ইস্টবেঙ্গলের অলউইন হওয়া রুখে দিয়েছিল এই এরিয়ান৷ এবারও শেষ ম্যাচে প্রতিপক্ষ ছিল প্রতিবেশী ক্লাব৷ কিন্তু এবার আর সেই ইতিহাসের পুনরাবৃত্তি হল না৷ বরং লাল হলুদ শিবিরে ফিরল ৭৭ সালের আনন্দ৷ শেষ সেবারই সব ম্যাচ জিতে লিগ চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল৷
ডং, অবিনাশদের আটকাতে না পারলেও জোর লড়াই দেন রঘু নন্দীর ছেলেরা৷ প্রথমার্ধে বাঁ-দিক থেকে লালরিন্ডিকার মাপা পাস থেকে হেডারে বল জালে জড়ান আদিলেজা৷ তবে সেটাই শেষ৷ দ্বিতীয়ার্ধে চেষ্টা করেও এরিয়ানের রক্ষণ দূর্গ ভাঙতে পারেননি চ্যাম্পিয়নরা৷ তবে এই ম্যাচ জিতে ফুটবলাররা প্রমাণ করে দিলেন, ট্রফি জেতা হয়ে গেলেও আত্মতুষ্টিতে ভুগছিলেন না তাঁরা৷ আর এখানেই তাঁদের আসল সাফল্য৷
পুজোর আগে সমর্থকদের মুখে চওড়া হাসি উপহার দিতে পেরে খুশি কোচ থেকে ফুটবলার সকলেই৷ আইএসএল-এর জন্য আপাপতত ক্লাবে ছুটি৷ তারপর পালা আই লিগের৷ ঘরোয়া লিগের মতোই আই লিগেও এবার নিজেদের সেরাটা দিতে বদ্ধপরিকর টিম ইস্টবেঙ্গল৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.