Advertisement
Advertisement

Breaking News

ভারতীয় ফুটবলে নজিরবিহীন শাস্তি, ট্রান্সফার উইন্ডো থেকে নির্বাসিত ইস্টবেঙ্গল

চুক্তিপত্রে জালিয়াতির জন্য দোষী সাব্যস্ত ইস্টবেঙ্গল।

East Bengal banned from transferring players
Published by: Subhajit Mandal
  • Posted:September 15, 2018 4:39 pm
  • Updated:September 15, 2018 4:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এতদিন যা হত ইউরোপের বড় বড় ক্লাবে, এবার তা হল ভারতীয় ফুটবলে। সম্প্রতি, অনৈতিকভাবে ফুটবলার সই করানোর জন্য মুখ পুড়েছিল রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদের মতো দলগুলির। তাদের ফুটবলার ট্রান্সফারে নিষেধাজ্ঞা জারি করেছিল ফিফা। এবার সেই পথে হাঁটল এআইএফএফ। সুখদেব সিং ইস্যুতে মুখ পুড়ল ইস্টবেঙ্গলেরও। সুখদেবকে অনৈতিকভাবে সই করানোর অভিযোগে পরবর্তী ট্রান্সফার উইন্ডো পর্যন্ত ইস্টবেঙ্গলকে নির্বাসিত করল ফেডারেশন।।এর ফলে ২০১৯-এর ৩১ জানুয়ারি পর্যন্ত তারা কোনও ফুটবলারকে সই করাতে পারবে না। শনিবার ফেডারেশনের প্লেয়ার স্টেটাস কমিটি এই সিদ্ধান্ত জানিয়ে দেয়।

[সাফ ফাইনালে মালদ্বীপের বিরুদ্ধে এগিয়ে থেকেই শুরু করছে ভারত]

সুখদেব-সহ মিনার্ভা থেকে আরও ৫ ফুটবলার সই করানো নিয়ে শুরু থেকেই টানাপোড়েন চলছে দুই ক্লাব। গত এপ্রিলে নিজে থেকেই সুখদেব-সহ মোট ৬ জন ফুটবলারকে সই করানোর কথা ঘোষণা করে লাল-হলুদ শিবির। কিন্তু এই ঘোষণার পরই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় মিনার্ভা। মিনার্ভার মালিক প্রকাশ্যেই অভিযোগ করেন তাদের অনুমতি না নিয়েই ফুটবলার সই করিয়েছে ইস্টবেঙ্গল। পরে অবশ্য মোটা টাকা ট্রান্সফার ফি দিতে রাজি হয় ইস্টবেঙ্গল। কিন্তু শেষ পর্যন্ত সেই ট্রান্সফার ফি শোধ করেনি ইস্টবেঙ্গল। এরই মধ্যে, ইস্টবেঙ্গলকে টপকে ৫৬ লক্ষ টাকা ট্রান্সফার ফি দিয়ে সুখদেবকে সই করিয়ে নেই মোহনবাগান।

Advertisement

[শংকরলালকে সহকারী হিসেবে চান ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ]

এরপরই মোহনবাগানের বিরুদ্ধে ফেডারেশনের দ্বারস্থ হয় ইস্টবেঙ্গল। কিন্তু ফেডারেশনে মুখ পুড়ল লাল-হলুদেরই। চুক্তিপত্রে জালিয়াতির জন্য ইস্টবেঙ্গলকেই দোষী সাব্যস্ত করে ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যান্ডিং কমিটি। শুধু ইস্টবেঙ্গল নয়, একই সঙ্গে সুখদেব সিংকেও ৪ মাসের জন্য নির্বাসিত করল ফেডারেশনের প্লেয়ার স্টেটাস কমিটি। ফলে আগামী ৪ মাস খেলতে পারবেন না সুখদেবও। আইলিগের আগে ফেডারেশনের এই সিদ্ধান্ত বড়সড় ধাক্কা লাল হলুদ শিবিরে। কারণ আই লিগের আগে আর কোনও ফুটবলার সই করাতে পারবে না তারা। সদ্য সই করানো স্প্যানিশ ডিফেন্ডার এবং মেক্সিকান স্ট্রাইকারকে খেলানো যাবে কিনা তাও নিশ্চিত নয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement