Advertisement
Advertisement

Breaking News

CFL

একই গ্রুপে মোহনবাগান-ইস্টবেঙ্গল, কবে শুরু কলকাতা লিগ?

২৬টি দল অংশ নিচ্ছে এবারের কলকাতা লিগে। প্রতিটি গ্রুপে ১৩টি করে দল।

East Bengal and Mohun Bagan in same group in CFL
Published by: Krishanu Mazumder
  • Posted:June 13, 2024 6:34 pm
  • Updated:June 13, 2024 8:15 pm  

শিলাজিৎ সরকার: কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে একই গ্রুপে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। গ্রুপ পর্বেই ডার্বি হবে কলকাতা লিগেই।
মোট ২৬ টি দল অংশ নিচ্ছে এবারের কলকাতা লিগে। প্রতিটি গ্রুপে ১৩টি করে দল। ২৫ জুন শুরু হচ্ছে এবারের প্রিমিয়ার লিগ। উদ্বোধনী ম্যাচ হতে পারে মহামেডান স্পোর্টিং ম্যাচে। মহামেডান মাঠে খেলা না হলে কিশোর ভারতীতে উদ্বোধনী ম্যাচের বল গড়াতে পারে। 
চতুর্থ রাউন্ডে ডার্বি হওয়ার সম্ভাবনা বেশি। এখনই ডার্বির দিনক্ষণ ঘোষণা করেনি আইএফএ। মোহনবাগান প্রথম ম্যাচটিই বাই পাচ্ছে। দ্বিতীয় ম্যাচে মোহনবাগানের সামনে ভবানীপুর। ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ টালিগঞ্জ অগ্রগামীর সঙ্গে। মহামেডান স্পোর্টিংয়ের প্রথম ম্যাচ উয়াড়ির সঙ্গে। 

[আরও পড়ুন: বিশ্বকাপ অভিযান শেষ! চুক্তি জটিলতায় স্টিমাচের পদত্যাগের দিকে এখন তাকিয়ে ফেডারেশন]

গ্রুপ এ-তে রয়েছে মহামেডান স্পোর্টিং, ডায়মন্ড হারবার, খিদিরপুর, বিএসএস, কালীঘাট এমএস, এরিয়ান, আর্মি রেড, সুরুচি সংঘ, সাদার্ন সমিতি, মেসারার্স ক্লাব, ইউনাইটেড স্পোর্টস, উয়াড়ি এবং পাঠচক্র। 
গ্রুপ বি-তে রয়েছে ইস্টবেঙ্গল, ভবানীপুর, মোহনবাগান, ইস্টার্ন রেলওয়ে, কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন, জর্জ টেলিগ্রাফ, রেনবো এসি, ক্যালকাটা কাস্টমস, পিয়ারলেস, রেলওয়ে এফসি, ক্যালকাটা পুলিশ, পুলিশ এসি এবং টালিগঞ্জ অগ্রগামী। এদিনই কলকাতা লিগের লটারি হয়।  তার পরই গ্রুপ বিন্যাস হয়। 

Advertisement

[আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে ভাসছে ফ্লোরিডা, ছিটকে যাওয়ার আশঙ্কা পাক ক্রিকেটে]

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement