Advertisement
Advertisement
Durand Cup 2024

ডুরান্ডে বিদায়ঘণ্টা বেজে গিয়েছে আগেই, নিয়মরক্ষার ম্যাচে আজ নামছে মহামেডান

ডুরান্ডে আজ মহামেডানের প্রতিপক্ষ ইন্ডিয়ান নেভি।

Durand Cup 2024: Mohammedan Sporting takes on Indian Navy
Published by: Krishanu Mazumder
  • Posted:August 13, 2024 2:16 pm
  • Updated:August 13, 2024 2:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ডুরান্ড কাপ (Durand Cup 2024) থেকে বিদায় ঘন্টা বেজে গিয়েছে আগেই। এখন সিনিয়র দলের অনুশীলন শুরু হওয়ার দিকে তাকিয়ে মহামেডান (Mohammedan Sporting) সমর্থকরা। ইতিমধ্যেই শহরে পা রাখতে শুরু করে দিয়েছেন সাদা-কালো ফুটবলাররাও। এসে গিয়েছেন মহম্মদ কাদেরি, কার্লোস ফ্রানসা, সিজার মানজোকি, জোশেফ আর্জারা।
কিন্তু নতুন বিদেশিরা কলকাতায় পা রাখলেও আইএসএলের নিয়মের বেড়াজালে পড়ে তাদের নাম এখনই সরকারিভাবে ঘোষণা করতে পারছে না মহামেডান। দলের কোচ আন্দ্রে চেরনিশভ কলকাতায় আসছেন বুধবার সকালে। ১৬ অগাস্ট থেকে শুরু হওয়ার কথা অনুশীলন। এসবের মধ্যেই মঙ্গলবার কিশোরভারতী স্টেডিয়ামে ডুরান্ডের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে নামতে চলেছে ইসরাফিল দেওয়ানরা।

[আরও পড়ুন: মনু-নীরজের নয়া রসায়নে মজেছে নেটপাড়া! জল্পনার মাঝেই মুখ খুললেন ব্রোঞ্জজয়ী শুটারের বাবা]

গত ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে হারলেও ম্যাচের একেবারে শেষ পর্যায়ে এসে ইসরাফিল দিওয়ান আর মহীতোষ রায়ের দুরন্ত গোলের সৌজন্যে জয় না এলেও সাদা-কালো ব্রিগেডের তরুণ ফুটবলারদের আত্মবিশ্বাস কিছুটা বেড়েছে। তবে চোট রয়েছে তন্ময় ঘোষ, জাসিমের। হাত ভেঙেছে অ্যাসলে কোলির। এই গুরুত্বহীন ম্যাচে তরুণদের আরও একবার দেখে নিতে চায় সাদা-কালো ম্যানেজমেন্ট। এবারের ডুরান্ড কাপে বিদেশিদের খেলায়নি মহামেডান। আপাতত আইএসএলকেই পাখির চোখ করতে চেয়েছেন তারা। গতবার ঘরোয়া লিগ জয়ের পাশাপাশি আই লিগ চ্যাম্পিয়ন হয়ে সমর্থকদের প্রত্যাশা বাড়িয়েছে তন্ময়রা।

Advertisement

(আজ ডুরান্ড কাপে-মহামেডান বনাম ইন্ডিয়ান নেভি
বিকেল ৪.০০, কিশোরভারতী, সরাসরি সোনি নেটওয়ার্কে)

[আরও পড়ুন: ওড়িশাকে উড়িয়ে বিসি রায় ট্রফি চ্যাম্পিয়ন বাংলা, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement