সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডুরান্ড কাপ (Durand Cup 2024) থেকে বিদায় ঘন্টা বেজে গিয়েছে আগেই। এখন সিনিয়র দলের অনুশীলন শুরু হওয়ার দিকে তাকিয়ে মহামেডান (Mohammedan Sporting) সমর্থকরা। ইতিমধ্যেই শহরে পা রাখতে শুরু করে দিয়েছেন সাদা-কালো ফুটবলাররাও। এসে গিয়েছেন মহম্মদ কাদেরি, কার্লোস ফ্রানসা, সিজার মানজোকি, জোশেফ আর্জারা।
কিন্তু নতুন বিদেশিরা কলকাতায় পা রাখলেও আইএসএলের নিয়মের বেড়াজালে পড়ে তাদের নাম এখনই সরকারিভাবে ঘোষণা করতে পারছে না মহামেডান। দলের কোচ আন্দ্রে চেরনিশভ কলকাতায় আসছেন বুধবার সকালে। ১৬ অগাস্ট থেকে শুরু হওয়ার কথা অনুশীলন। এসবের মধ্যেই মঙ্গলবার কিশোরভারতী স্টেডিয়ামে ডুরান্ডের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে নামতে চলেছে ইসরাফিল দেওয়ানরা।
গত ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে হারলেও ম্যাচের একেবারে শেষ পর্যায়ে এসে ইসরাফিল দিওয়ান আর মহীতোষ রায়ের দুরন্ত গোলের সৌজন্যে জয় না এলেও সাদা-কালো ব্রিগেডের তরুণ ফুটবলারদের আত্মবিশ্বাস কিছুটা বেড়েছে। তবে চোট রয়েছে তন্ময় ঘোষ, জাসিমের। হাত ভেঙেছে অ্যাসলে কোলির। এই গুরুত্বহীন ম্যাচে তরুণদের আরও একবার দেখে নিতে চায় সাদা-কালো ম্যানেজমেন্ট। এবারের ডুরান্ড কাপে বিদেশিদের খেলায়নি মহামেডান। আপাতত আইএসএলকেই পাখির চোখ করতে চেয়েছেন তারা। গতবার ঘরোয়া লিগ জয়ের পাশাপাশি আই লিগ চ্যাম্পিয়ন হয়ে সমর্থকদের প্রত্যাশা বাড়িয়েছে তন্ময়রা।
(আজ ডুরান্ড কাপে-মহামেডান বনাম ইন্ডিয়ান নেভি
বিকেল ৪.০০, কিশোরভারতী, সরাসরি সোনি নেটওয়ার্কে)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.