Advertisement
Advertisement

Breaking News

বাগানে ফুল ফোটাতে আসছেন ডাফি

স্কটল্যান্ডের ফরোয়ার্ড গত চার বছর ধরে ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত৷ ২০১৩-য় সালগাঁওকরের হয়ে ভারতীয় ফুটবলে প্রথম আত্মপ্রকাশ৷ সেই ক্লাবের হয়েই শেষদিন পর্যন্ত খেলেছেন৷ আইএসএল-এ এফসি গোয়ার হয়ে নেমেছিলেন৷ কিন্তু যেখানেই খেলুন, প্রথম দিন থেকেই সফল৷

duffy is the new forward of mohunbagan
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 24, 2016 12:10 pm
  • Updated:June 24, 2016 12:10 pm  

স্টাফ রিপোর্টার: একেই বোধহয় বলে নিঃশব্দ বিপ্লব৷ দলবদলের নিস্তব্ধ আসরে শুরুর আগেই শেষ হাসি মোহনবাগানের৷ গত কয়েকবছর ধরে ভারতীয় ফুটবলে ধারাবাহিকতার তুঙ্গে থাকা ড্যারেল ডাফিকে তুলে নিল বাগান৷ জুলাইতে প্র্যাকটিসে যোগ দিচ্ছেন৷

স্কটল্যান্ডের ফরোয়ার্ড গত চার বছর ধরে ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত৷ ২০১৩-য় সালগাঁওকরের হয়ে ভারতীয় ফুটবলে প্রথম আত্মপ্রকাশ৷ সেই ক্লাবের হয়েই শেষদিন পর্যন্ত খেলেছেন৷ আইএসএল-এ এফসি গোয়ার হয়ে নেমেছিলেন৷ কিন্তু যেখানেই খেলুন, প্রথম দিন থেকেই সফল৷ ভারতীয় ফুটবলে এমন সুযোগ সন্ধানী স্ট্রাইকার ইদানীংকালে কম দেখা গিয়েছে৷ শেষ আই লিগে ব়্যান্টি মার্টিন্স বারো গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতার সম্মান পেয়েছিলেন৷ তারপরেই এগারো গোল দিয়ে দু’নম্বর ডাফি ও কর্নেল গ্লেন৷ মজার ঘটনা, আই লিগে সমসংখ্যক গোল দিলেও গ্লেনকে ছেড়ে দিয়ে ডাফির দিকে ঝুঁকলেন কর্তারা৷ মোহনবাগানের পক্ষ থেকে স্পষ্ট কিছু না জানালেও আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দেওয়া হয়েছে, চুক্তি শেষ৷ বাকি শুধু আনুষ্ঠানিক ঘোষণা৷

Advertisement

সমসংখ্যক গোল দেওয়া সত্ত্বেও গ্লেনকে বাদ দেওয়া হচ্ছে কেন? প্রশ্নের জবাবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা বলছিলেন, “গ্লেন ফরোয়ার্ড হিসেবে খুব যে খারাপ তা বলব না৷ তবু পারফরম্যান্সের নিরিখে ডাফি এগিয়ে৷ এবার এত ভাল মাঝমাঠ পাওয়া সত্ত্বেও ক’টা গোল করেছেন গ্লেন? ক’টা ম্যাচে দলকে টেনে তুলেছে? সেই তো ভরসা রাখতে হয়েছে সোনি নর্ডির উপরই৷” জুলাইতে প্র্যাকটিসে যোগ দেওয়ার অর্থ, ডাফি ঘরোয়া লিগে খেলছেন৷ তাঁর সঙ্গে চুক্তি পুরো মরশুমের৷ এখানেই উঠছে প্রশ্ন৷ মোহনবাগান অর্থসচিব দেবাশিস দত্ত আগেই জানিয়ে দিয়েছেন, ঘরোয়া লিগে তাঁরা কোনও প্রদর্শনী ম্যাচ খেলবেন না৷ অর্থাৎ লিগের আর পাঁচটা ম্যাচের সমতুল্য হবে ডার্বিও৷ তবে এবার ডাফিকে নিয়ে কর্তারা বুঝিয়ে দিলেন, ঘরোয়া লিগকে গুরুত্বের নিরিখে সরিয়ে দেওয়া হচ্ছে না৷ এই প্রসঙ্গে তিনি জানিয়ে দিলেন, “আমরা কখনও বলিনি ঘরোয়া লিগ খেলব না৷ জানিয়েছি, প্রদর্শনীতে নেই৷ সেক্ষেত্রে ডাফিকে টেনে আনার অর্থ কি?”

সোনি নর্ডি, কাটসুমির পর বাগানের নয়া বিদেশি হয়ে গেলেন ৩১ বছরের স্কটিশ৷ বাকি থাকল ডিফেন্ডার৷ লুসিয়ানো বাদ৷ এখন দেখার কোন বিদেশি ডিফেন্ডারকে বেছে নেয় গঙ্গাপারের ক্লাব৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement