Advertisement
Advertisement

রবিন সিংয়ের মতো ‘উচ্ছৃঙ্খল’ আনন্দ দেখাই না, হ্যাটট্রিক করে জানালেন সুনীল

মাঠে এসে সকলকে খেলা দেখার অনুরোধ জানালেন অধিনায়ক৷

Don't celebrate outrageously like Robin Singh: Sunil Chhetri
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 2, 2018 5:40 pm
  • Updated:August 21, 2018 8:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃতীয়বার আইপিএল ট্রফিটা হাতে তুলেও উচ্ছ্বাসে ফেটে পড়েননি মহেন্দ্র সিং ধোনি৷ ঠোঁটের কোণে হাসি থাকলেও সেই ধীর স্থির ক্যাপ্টেন কুলকেই দেখেছিল গোটা বিশ্ব৷ শুক্রবার মুম্বইয়ের আন্ধেরি স্টেডিয়ামও অনেকটা একই দৃশ্যের সাক্ষী থেকেছে৷ ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের সাদৃশ্য দেখা গিয়েছিল ভারতীয় ফুটবল দলের বর্তমান অধিনায়কের মধ্যে৷ তিনি সুনীল ছেত্রী৷ দীর্ঘ আট বছর পর দেশের জার্সি গায়ে যিনি গোলের হ্যাটট্রিক করলেন৷ কিন্তু চিনা তাইপেইকে ৫-০ গোলে হারালেও সেই সুনীলের মধ্যে অতিরিক্ত উচ্ছ্বাসের ছিটেফোঁটাও ছিল না৷

[আইপিএল বেটিংয়ে যুক্ত ছিলেন, পুলিশি জেরায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি আরবাজ খানের]

কিংবদন্তিরা হয়তো এমনই হন৷ অতিরিক্ত উচ্ছ্বাস আর আবেগে ভাসেন না তাঁরা৷ বরং লক্ষ্যে স্থির থেকে বিশ্ব ইতিহাসে নিজেদের নাম লেখেন স্বর্ণাক্ষরে৷ সুনীল ছেত্রীকে সেই তালিকায় রাখাটা একেবারেই বাড়াবাড়ি হবে না৷ দেশের জার্সি গায়ে গোলের নিরিখে ওয়েন রুনিকে অনেক দিনই পিছনে ফেলে দিয়েছেন৷ এবার গোলের হ্যাটট্রিক করে মার্কিন তারকা ক্লিন্ট ডেম্পসিকেও ছাপিয়ে গেলেন তিনি৷ ছুঁয়ে ফেলেছেন স্প্যানিশ তারকা ডেভিড ভিয়ার ৫৯ টি গোলের মাইলস্টোনকেও৷ সমসংখ্যক গোলের মালিক সুনীলও৷ তাঁর সামনে এখন ফুটবলের দুই মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (৮১) ও লিও মেসি (৬৪)৷

Advertisement

[সুনীলের হ্যাটট্রিকে জমজমাট ইন্টার কন্টিনেন্টাল কাপ, ৫-০ গোলে জয়ী ভারত]

দেশের হয়ে ৯৯তম ম্যাচে হ্যাটট্রিকের পরও উচ্ছ্বাসে ফেটে পড়েননি সুনীল৷ অন্যান্য ফুটবলারদের মতো সেলিব্রেশনে মাততে দেখা যায়নি তাঁকে৷ কেন? শান্ত গলায় সুনীল জানিয়ে দিলেন, রবিন সিংয়ের মতো ‘উচ্ছৃঙ্খল’ উচ্ছ্বাস দেখাতে ভালবাসেন না তিনি৷ ম্যাচের সেরা হয়ে বলেন, “গোল করতে পারায় আমি খুব খুশি৷ দেশ বা ক্লাবের হয়ে গোল করতে পারলে নিজেকে সৌভাগ্যবান মনে হয়৷ ভিতর থেকে আনন্দ পাই৷ কিন্তু রবিন সিংয়ের মতো অশোভনভাবে তার বহিঃপ্রকাশ করতে পারি না৷” ইন্টার কন্টিনেন্টাল কাপকে নেহাতই এশিয়ান কাপের প্রস্তুতি মঞ্চ হিসেবে দেখছেন সুনীল৷ তাঁর লক্ষ্য আগামী বছরের টুর্নামেন্ট৷ বলছেন, “এশিয়ান গেমস, এশিয়ান কাপে গোল করলে সেলিব্রেশন হয়তো আরেকটু ঝাঁজাল হতে পারে৷ অন্যদের জড়িয়ে ধরে উচ্ছ্বাস প্রকাশ করতে পারি৷” বাইচুং ভুটিয়ার পর একমাত্র ভারতীয় তারকা হিসেবে দেশের হয়ে শততম ম্যাচ খেলবেন সুনীল৷ রয়েছেন স্বপ্নের ফর্মে৷ কিন্তু নিজের আত্মবিশ্বাস ও অহংকে মাত্রাতিরিক্ত হতে দেননি কখনও৷ আর এখানেই হয়তো লুকিয়ে অধিনায়কের সাফল্যের চাবিকাঠি৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement