Advertisement
Advertisement
T-20 World Cup

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই বড় ধাক্কা, আয়োজনের দায়িত্ব থেকে সরে দাঁড়াল এই দেশ

কেন সরে গেল এই দেশ?

Dominica will not host any matches during the ICC Men's T20 World Cup 2024 । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:December 1, 2023 4:56 pm
  • Updated:December 1, 2023 4:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছর হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World Cup)। মার্কিন যুক্তরাষ্ট্র (USA) ও ওয়েস্ট ইন্ডিজে (West Indies) টি-টোয়েন্টি বিশ্বকাপের বল গড়াবে আগামী বছরের জুনে। যে কুড়িটি দল টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে, তা ইতিমধ্যেই স্থির হয়ে গিয়েছে। বৃহস্পতিবারই স্থির হয়ে গিয়েছে বিশ্বকাপ খেলবে উগান্ডা (Uganda)। এই আবহেই জানা গেল, বিশ্বকাপের কোনও ম্যাচই আয়োজন করতে পারবে না ডোমিনিকা।
স্টেডিয়াম উন্নয়নের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা সম্ভব হবে না। সেই কারণেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ আয়োজন করা থেকে বিরত থাকছে ডোমিনিকা। 

[আরও পড়ুন: বিরাটের বিশ্রামের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘নেতা’ রোহিতকেই চাইছেন সৌরভ]

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করার কথা মার্কিন যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের। 

Advertisement

কিন্তু কী কারণে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ডোমিনিকা ম্যাচ আযোজন করতে পারছে না? ডোমিনিকার ক্রীড়া মন্ত্রণালয়ের তরফে বলা হয়েছে, ”কর্মীরা কাজ শেষ করার যে সময়সীমা দিয়েছে, তাতে টুর্নামেন্টের দেওয়া সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে না। সেই কারণেই ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনও ম্যাচ আয়োজন করা সম্ভব নয় ডোমিনিকার পক্ষে।” 

[আরও পড়ুন: ‘আবারও করব’, বিশ্বকাপ ট্রফিতে পা দিয়েও অনুতপ্ত নন মার্শ]

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement