সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যারালিম্পিকে প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবিদ হিসাবে পদক জিতে ইতিহাস গড়লেন প্রতিবন্ধী অ্যাথলিট দীপা মালিক৷ দীপা শটপাটে ৪.৬ মিটার ছুড়ে রুপো জিতে এক অনন্য নজির গড়লেন৷
প্যারালিম্পিকে ভারতের প্রতিযোগীদের মধ্যে বয়োজ্যেষ্ঠ তিনি৷ ৪৫ বছরের দীপা রুপোর পদক নিয়ে বেশ উচ্ছ্বসিত৷ এই পদক তাঁর মুকুটে নয়া পালক জুড়ল বলাই যায়৷ এর আগেও ২০০৮ সালে যমুনায় সাঁতার কেটে এক অনন্য নজির গড়েছিলেন তিনি৷ এই জন্য ২০১২ সালে তাঁকে অর্জুন পুরস্কারে সম্মানিতও করা হয়৷ এই ওলিম্পিকের পদক ছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে ১৬টি আন্তর্জাতিক পদক ও ৫৮টি জাতীয় স্বর্ণ পদক৷
প্রসঙ্গত, এই নিয়ে ভারত প্যারালিম্পিক থেকে তিনটি পদক পেল৷ দীপার এই কৃতিত্বের জন্য হরিয়ানা সরকার স্পোর্টস স্কিমে তাঁকে ৪ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করে৷ তাঁর এই রুপো জয়ের জন্য সারা দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দীপাকে টুইটে অভিনন্দন জানিয়ে বলেন, “তুমি দেশকে গর্বিত করেছ৷” এছাড়া অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, বিজয় গোয়েল, শচীন তেণ্ডুলকর, অভিনব বিন্দ্রা, রাজ্যবর্ধন রাঠোর ও সাইনা নেহওয়াল৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.