সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেলবোর্নে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যারিস রাউফকে (Haris Rauf) দুটো ছক্কা হাঁকিয়েছিলেন বিরাট কোহলি। ওই দুটো ছক্কা এখনও মনে রয়েছে ক্রিকেটপ্রেমীদের। রউফকে মারা ওই দুটো ছক্কার পরে ভারতের জয়ের সমীকরণ কিছুটা সহজ হয়। শেষপর্যন্ত ম্যাচটা জিতেছিল ভারত। ওই ম্যাচে খেলেছিলেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)। সেই কার্তিকই রউফের প্রশংসা করে বলছেন, সাদা বলে তর্কাতীতভাবে অন্যতম সেরা বোলার রউফ।
পাক পেসার সম্পর্কে বিস্তারিত ভাবে কার্তিক বলছেন, ”বেশ কয়েক বছর আগে রউফ টেনিস বল ক্রিকেট খেলত। লাহোর কালান্দার্স ওকে খুঁজে পায়। দলের অংশ হিসেবে রেখে দেয় রউফকে। কালান্দার্সের অ্যাকাডেমিতেও ছিল ও। পাকিস্তানের হয়ে এখন বেশ ভাল খেলছে হ্যারিস রউফ। সাদা বলে তর্কাতীতভাবে অন্যতম সেরা বোলার ও। বিশেষ করে শেষের ওভারগুলোয়।”
২০১৮ সালে আবু ধাবি টি-টোয়েন্টি ট্রফিতে লাহোর কালান্দার্সের হয়ে অভিষেক ঘটে রউফের। ২০২০ সালের জানুয়ারিতে দেশের হয়ে আত্মপ্রকাশ ঘটে রউফের। তার পর থেকে রউফই সাদা বলে পাকিস্তানের অন্যতম সেরা অস্ত্র। তিন বছরেরও কম সময়ে রউফ ৬২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। উইকেট নিয়েছেন ৮৩টি।
বেশ কয়েকটি উল্লেখযোগ্য পারফরম্যান্স করেছেন রউফ। টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘণ্টায় ১৫৯ কিমি বেগে বল করেছেন তিনি। চলতি বছরের পিএসএলে ১৫৪ কিমি বেগে বল করেন রউফ।
এগিয়ে আসছে বিশ্বকাপ। ১৪ অক্টোবর ভারত-পাক ম্যাচ। সেই ম্যাচে রউফকে সামলাতে হবে বিরাট কোহলিদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.