Advertisement
Advertisement

Breaking News

ফের জার্সি গায়ে মাঠে নামলেন ফুটবল রাজপুত্র

মারাদোনা মাঠে নামলেই সজাগ হয়ে ওঠে স্টেডিয়ামের প্রতিটি ঘাস৷ এদিনও তার ব্যতিক্রম হয়নি৷

Diego Maradona played in a peace charity match in Rome
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 13, 2016 1:46 pm
  • Updated:October 13, 2016 1:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেশাদার ফুটবলকে বহু বছর আগে বিদায় জানালেও ফুটবল তাঁকে কখনওই দূরে সরিয়ে রাখেনি৷ তাই তো এখনও তাঁর পায়ের জাদু দেখতে মুখিয়ে থাকে বিশ্বেবাসী৷ আর বুধবার এমনই এক অনবদ্য সন্ধের সাক্ষী থাকল রোম৷ যখন স্টাদিও ওলিম্পিকোর মাঠে দাপিয়ে বেড়ালেন দিয়েগো মারাদোনা৷

তবে কী নতুন করে ফুটবল জীবন শুরু করলেন ফুটবল রাজপুত্র? না৷ সেসব কিছু নয়৷ বুধবার রোমে একটি চ্যারিটি ম্যাচের আয়োজন করেছিলেন পোপ ফ্র্যান্সিস৷ সেই ম্যাচেই দেখা মিলল একঝাঁক প্রাক্তন তারকা ফুটবলারের৷ ‘ইউনাইটেড ফর পিস’ ম্যাচে মারাদোনা নেতৃত্ব দিলেন লা লিগা একাদশকে৷ তাঁর পাশাপাশি এই প্রীতি ম্যাচে খেলতে দেখা গেল প্রাক্তন ইতালীয় তারকা ফ্র্যান্সেসকো টোটি, প্রাক্তন বার্সা স্ট্রাইকার রোনাল্ডিনহো, প্রাক্তন ব্রাজিলীয় তারকা রোবার্তো কার্লোস, কাফু, প্রাক্তন আর্জেন্টাইন ফুটবলার হার্নান ক্রেসপো, হুয়ান সেবাস্তিয়ানের মতো বিশ্বখ্যাত ফুটবলারদেরও৷

Advertisement

মারাদোনা মাঠে নামলেই সজাগ হয়ে ওঠে স্টেডিয়ামের প্রতিটি ঘাস৷ এদিনও তার ব্যতিক্রম হয়নি৷ আর্জেন্টাইন কিংবদন্তির সেই তেজ এখনও অম্লান৷ বাকিদের সঙ্গে টেক্কা দিয়ে সমান তালে দৌড়ে গেলেন ৫৫ বছরের মারাদোনা৷ বিশ্ব একাদশের বিরুদ্ধে ৪-৩ গোলে জিতে শীর্ষে লা লিগা একাদশ৷ তারকাখচিত ম্যাচ দেখে নস্ট্যালজিক হয়ে পড়েন দর্শকরা৷

গত ২৪ আগস্ট ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল মধ্য ইতালি৷ গৃহহীন হয়েছিলেন বহু মানুষ৷ প্রাণ হারিয়েছিল বহু শিশু৷ তাঁদের সাহায্য করতেই এই ম্যাচের আয়োজন করেছিলেন পোপ ফ্রান্সিস৷ রোমের সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্ক ফুটবল রাজপুত্রের৷ তাই পোপের আমন্ত্রণে সাড়া দিতে দ্বিতীয়বার ভাবেবনি তিনি৷ খেলার মাধ্যমে বিশ্বে শান্তি ফেরানো সম্ভব৷ এমনটাই মনে করেন পোপ৷ তাই এই প্রয়াস৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement