Advertisement
Advertisement

স্বপ্নপূরণ, আত্মপ্রকাশ অভিষেকের ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের, লোগো ও জার্সি উন্মোচন

কলকাতা লিগ চ্যাম্পিয়ন হব, বলছেন সাংসদ।

Diamond Harbour club starts journey, unveils new logo| Sangbad Pratidin

ছবি: অরিজিৎ সাহা।

Published by: Krishanu Mazumder
  • Posted:April 15, 2022 1:23 pm
  • Updated:April 15, 2022 9:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৭ সালের এমপি কাপ থেকে স্বপ্ন দেখা শুরু। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্বপ্ন বাস্তবায়িত হল আজ পয়লা বৈশাখে। শুক্রবার থেকে পথচলা শুরু হল ডায়মন্ড হারবার (Diamond Harbour Football Club) ফুটবল ক্লাবের। একটি সংসদীয় কেন্দ্রের নামে ক্লাব হয়তো বাংলায় এই প্রথম।

Bar pujo
ছবি: বিশ্বজিৎ নস্কর।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই এদিন উন্মোচিত হল ক্লাবের লোগো। সেই সঙ্গে হোম ও অ্যাওয়ে জার্সিও প্রকাশ করলেন তিনি। ক্লাবের ট্যাগলাইন, ‘দমদার হারবার ডায়মন্ড হারবার।’ সাংসদ অভিষেক বললেন, ”শুভ নববর্ষের এই পবিত্র দিনে আমাদের স্বপ্নের ক্লাব আজ যাত্রা শুরু করল। ডায়মন্ড হারবারের প্রত্যেক মা-ভাই-বোনেদের আমি ধন্যবাদ জানাই। ২০১৯ সালে আমি ঘোষণা করেছিলাম খুব শীঘ্রই একটি ক্লাব শুরু করব। ২০১৭ সাল থেকে এমপি কাপ শুরু করেছি। আমি লক্ষ্য করেছিলাম যে ধরনের প্রতিভা এই গ্রাম বাংলায় রয়েছে, তাদের জন্য সঠিক প্ল্যাটফর্ম করতে না পারি, তাদের প্রতিভার বিচার যদি সঠিক ভাবে করতে না পারি, তাদের প্রতিভাকে উন্নত থেকে উন্নত মানে পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রতিপালন করতে না পারি, তাহলে আমি মনে করি আমাদের দায়বদ্ধতা, দায়িত্ব থেকে নিজেদের সরিয়ে রাখছি।” 

Advertisement

[আরও পড়ুন: ‘শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালাব’, মেঘালয়ের মুখ্যমন্ত্রীকে হুমকি ই-মেল বিচ্ছিন্নতাবাদীদের]

গত বছরের এমপি কাপের পরই অভিষেক ঘোষণা করেছিলেন যত শীঘ্রই সম্ভব প্রথম ডিভিশন ফুটবল ক্লাব তৈরি করা হবে। অভিষেক ধন্যবাদ জানিয়েছেন বঙ্গীয় ফুটবলের নিয়ামক সংস্থাকে (IFA)। আত্মপ্রকাশের সঙ্গে সঙ্গেই কলকাতা ফুটবল লিগের (CFL) প্রথম ডিভিশনে খেলবে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। ডায়মন্ড হারবারের এমপি কাপ গোটা দেশের কাছে পথপ্রদর্শক। অভিষেক বললেন, ”এমপি কাপ নতুন উচ্চতায় পৌঁছেছে। এমপি কাপ দেখে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এমএলএ, এমপি কাপ খেলা হচ্ছে। ডায়মন্ড হারবারের এমপি কাপ নিদর্শন তৈরি করেছে।”

LOGO
ছবি: অরিজিৎ সাহা।

গোপালকৃষ্ণ গোখলের অমর উক্তি তুলে অভিষেক এদিন আরও বলেন, ”আগে বলা হত হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে, ইন্ডিয়া থিঙ্কস টুমরো। এটা অক্ষরে অক্ষরে আজ সত্যি। আজ প্রমাণ হয়ে গিয়েছে হোয়াট ডায়মন্ড হারবার থিংকস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিঙ্কস টুমরো। সমাজের মানুষের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে কেবল রাজনীতির মাধ্যমে যোগাযোগ রাখা সম্ভব নয়। রাজনীতির ময়দানে রাজনীতি হবে। আমি অনুরোধ করব জাতি, ধর্ম নির্বিশেষে এই ক্লাবের সঙ্গে সহযোগিতা করুন। আপনি  বিজেপি করলেও স্বাগত, আপনি তৃণমূল করলেও স্বাগত। আপনি সিপিএম করলেও স্বাগত, আপনি কংগ্রেস করলেও স্বাগত। রাজনীতি করলেও স্বাগত, না করলেও স্বাগত। ডায়মন্ড হারবার সবার। আমাদের নেত্রী বলেছিলেন, ধর্ম যার যার, উৎসব সবার। রাজনীতি যার যার, ফুটবল সবার।” স্বামী বিবেকানন্দর অমর উক্তি, ‘গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হইবে’ স্মরণ করেন নেতা। অভিষেকের বক্তব্যে উঠে আসে মান্না দে-র কালজয়ী গান ‘সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল’। 

 

ঢাকের বোল, পুরোহিতের মন্ত্রে অন্য এক বাতাবরণ তৈরি হয়েছিল বাটানগর স্টেডিয়ামে। এই স্টেডিয়ামই যে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের ঘরের মাঠ। বেলা বারোটা বাজার কিছু আগেই শুরু হয়ে গিয়েছিল বারপুজো। অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে আসেন বেলা ১২টা ১০ নাগাদ। তিনি সংকল্প করেন। সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের রাজ্যসভার সদস্য ডেরেক ও ব্রায়েন, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, বিধায়ক অশোক দেব, মোহন নস্কর, পান্নালাল হালদার, প্রাক্তন ফুটবলার সৈয়দ রহিম নবি, ক্লাব সচিব মানস ভট্টাচার্য, সভাপতি গৌরাঙ্গ বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সবাইকে ধন্যবাদ জানান অভিষেক। ক্লাবের কোচ কৃষ্ণেন্দু রায়ের অগ্নিপরীক্ষা শুরু হবে আগামী এক মাসের মধ্যেই।  

Jersey
ছবি: অরিজিৎ সাহা

অভিষেক ক্লাবের লক্ষ্যের কথা জানিয়ে দেন সূচনালগ্নেই। তিনি বললেন, ”ডায়মন্ড হারবারকে এবার চ্যাম্পিয়ন হতে হবে। প্রথম ডিভিশন থেকে যাত্রা শুরু করেই চ্যাম্পিয়ন। চিত্তকর্ষক ফুটবলের মাধ্যমে আমরা আপনাদের মনে জায়গা করে নেব। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব যাতে আরও উচ্চতায় পৌঁছতে পারে, সেই কাজে সবার সহযোগিতা চাই। শুধু সিএফএল (কলকাতা ফুটবল লিগ) নয়, আমরা আগামী এক বা দু বছরের মধ্যে প্রিমিয়ার এ বা বি-তে খেলব।”

 

রসিকতা করে বললেন, ”কুণাল ঘোষ মোহনবাগানের ভাইস প্রেসিডেন্ট হয়েছেন। তাঁর সঙ্গেও খেলা হবে।”  আগামী চার-পাঁচ বছরের মধ্যে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবকে অন্য এক উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন অভিষেক। আইএসএলে খেলার ইচ্ছাও প্রকাশ করেন তিনি। 

[আরও পড়ুন: সিপিএমের উদ্যোগে এলেন পুরোহিত, দীর্ঘ টালবাহানার পর সম্পন্ন হাঁসখালির নির্যাতিতার পারলৌকিক কাজ]

 

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement