Advertisement
Advertisement

Breaking News

জানেন, বাবাকে কী নামে ডাকে ছোট্ট জিবা?

মায়ের কথা মতো 'মাঙ্কি ফেস' করেও দেখাচ্ছে ধোনি-কন্যা৷ আরও কী কী করল ১৭ মাসের জিবা? দেখে নিন সেই ভাইরাল হওয়া ভিডিওগুলি৷

Dhoni-Ziva's cute Video goes viral
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 26, 2016 4:29 pm
  • Updated:September 13, 2019 6:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যাপ্টেন কুল অথবা ভারতীয় উইকেটকিপার হিসেবে মহেন্দ্র সিং ধোনিকে সবসময়ই দেখে থাকেন তাঁর ভক্তরা৷ এবার তিনি ধরা দিলেন এক্কেবারে অন্য মেজাজে৷ তিনি ‘বাবা’ ধোনি৷ মেয়ে জিবা বাবাকে ‘মাহি’ বলে ডেকেও উঠলেন৷

সুদূর ওয়েস্ট ইন্ডিজে যখন ক্যাবিরিয়ান দলকে ধরাশায়ী করছে বিরাট কোহলির টিম ইন্ডিয়া, তখন বাড়িতে মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন ধোনি৷ সোশ্যাল মিডিয়ার সৌজন্যে এখন তারকারা ফ্যানেদের আরও কাছাকাছি পৌঁছে যান৷ ধোনিও তেমন ইনস্টাগ্রামে মেয়ের সঙ্গে খুনসুটি আর খেলার ভিডিও পোস্ট করলেন৷ দু’টি ভিডিও পোস্ট করেছেন ধোনির বেটার হাফ সাক্ষীও৷ যা মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে৷

#monkeyface …

A video posted by Sakshi Singh Dhoni (@sakshisingh_r) on

ব্যস্ত ‘ক্রিকেটার’ বাবাকে তো আর সবসময় কাছে পায় না ছোট্ট জিবা৷ কখনও আইপিএল তো কখনও বিদেশের মাটিতে একদিনের ম্যাচে ব্যস্ত থাকেন তিনি৷ মেয়ের বড় হয়ে ওঠার দিনগুলোর সাক্ষীও থাকতে পারেন না সেভাবে৷ টেস্ট থেকে অবসর নেওয়া ধোনি তাই বাইশ গজ বাদে বাকি সময়টা মেয়েকেই দিচ্ছেন৷ আধো-আধো গলায় মাকে ‘সাক্ষী’ ও বাবাকে ‘মাহি’ বলে ডাকছে ছোট্ট জিবা৷ এখানেই শেষ নয়, মায়ের কথা মতো ‘মাঙ্কি ফেস’ করেও দেখাচ্ছে ধোনি-কন্যা৷ আরও কী কী করল ১৭ মাসের জিবা? দেখে নিন সেই ভাইরাল হওয়া ভিডিওগুলি৷

A video posted by @mahi7781 on

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement