Advertisement
Advertisement

Breaking News

বোলারদের প্রশংসায় পঞ্চমুখ ক্যাপ্টেন কুল

এছাড়াও, জয়ের অন্যতম কান্ডারী হিসেবে চিহ্নিত করেন সহ-অধিনায়ক বিরাট কোহলিকে৷

Dhoni praises bowlers after the victory against New Zealand
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 31, 2016 2:18 pm
  • Updated:October 31, 2016 2:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশাখাপত্তনমে শেষ একদিনের ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় করল ভারত৷ দীপাবলিতে ভারতবাসীকে এই জয় উপহার দিতে পেরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি৷ এমনকি, এই জয়ের নেপথ্যে বোলারদের অবদানকে কুর্নিশ জানালেন  অধিনায়ক৷ অকপটে স্বীকার করলেন “ভারতীয় বোলারদের অন্যতম সেরা পারফরম্যান্স”৷

দীপাবলির শুরুতেই এমন উপহার দিয়ে ভারতবাসীর আনন্দ দ্বিগুন করে দিয়েছে ধোনিবাহিনী৷ মাত্র ৭৯ রানে দশটি উইকেট হারিয়ে ড্রেসিং রুমে ফিরে যায় কিউয়িরা৷ অমিত মিশ্র একাই ১৮ রানের বিনিময় ৫টি উইকেট তুলে নেয়৷ এমনকি ভারতীয় বোলারদের দুর্ধর্ষ পারফরম্যান্সের কারণে শনিবারের ম্যাচের এই ৭৯ রানই ভারতের মুখোমুখি হয়ে আপাতত সবচেয়ে কম রান নিউজিল্যান্ডের৷

Advertisement

ম্যাচের পরই বিজয়ী অধিনায়ক জানান, বিশাখাপত্তনমের পিচ বোলারদের জন্য উপযুক্ত ছিল এবং তারই সদ্ব্যবহার করেছে তাঁরা৷ নাম নিয়ে অমিত মিশ্র এবং অক্ষর প্যাটেলের বোলিংয়ের প্রশংসাও করেন ধোনি৷

এছাড়াও, এই জয়ের অন্যতম কান্ডারী হিসেবে চিহ্নিত করেন সহ-অধিনায়ক বিরাট কোহলিকে৷ একদিনের সিরিজের শেষ ম্যাচেও ৭৬ বলে ৬৫ রান করেন তিনি৷ এবং অধিনায়ক জানিয়েছেন, বিরাটের এই ৬৫ রানও ভারতকে কঠিন পিচে ২৬৯ রান তুলে নিতে যথেষ্ট সাহায্য করেছে৷ তাছাড়া আগের চারটি ম্যাচে রান না পেলেও শেষ ম্যাচে ৭০ রানের ইনিংস উপহার দেন রোহিত শর্মাও৷

বিশাখাপত্তনমের উইকেট ব্যাটিংয়ের জন্য অনুকূল না হলেও ৬৩টি রানে দুই উইকেট হারিয়েও হয়তো এমন পরিণতি হবে ভাবতে পারেননি কিউয়িবাহিনী৷ মাত্র ১৬ রানের ব্যবধানেই ভারতীয় বোলাররা বাকি ৭ উইকেট ঝুলিতে পুরে নেয়৷ ফলে ভারতের মাটিতে টেস্ট সিরিজের মতো একদিনের সিরিজ জয়ের স্বপ্নও সত্যি হল না নিউজিলান্ডের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement