Advertisement
Advertisement

মোহনবাগানেও চাই কর্পোরেট স্পনসর, দাবি তুলে ক্লাব চত্বরে বিক্ষোভ সমর্থকদের

আরও বড় আন্দোলনের পথে সমর্থকরা।

Demanding corporate sponsor Mohun Bagan fans stage protest
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 14, 2018 5:42 pm
  • Updated:July 14, 2018 5:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাশের ক্লাবে পৌষমাস, আর মোহনবাগানে যেন এখনও সেই সর্বনাশের খড়্গ। কোয়েসকে স্পনসর হিসেবে ঘোষণা করার পর ইস্টবেঙ্গল যেন সপ্তম আকাশে। শুধু কোস্টারিকার বিশ্বকাপার জনি অ্যাকোস্টাকে সই করানোয় নয়, কদিনের মধ্যে ইস্টবেঙ্গলের সঙ্গে নাম জুড়ে গিয়েছে সুনীল ছেত্রী থেকে শুরু করে রবিনহোর মতো তারকাদেরও। আইএসএলে খেলাও একপ্রকার নিশ্চিত লাল-হলুদের। অথচ মোহনবাগানে এখনও স্পনসর সমস্যা মেটাতে খুব বেশিদূর এগোতে পারেনি। কয়েকটা নাম ভাসিয়ে দেওয়া হলেও সমর্থকদের দাবি, এসব নেহাতই ভোটের কথা মাথায় রেখে। স্পনসর নিয়ে স্পষ্ট কোনও অবস্থান নেই ক্ষমতাসীন শিবিরের। কর্তাদের মধ্যে গন্ডগোল। বার্ষিক সাধারণ সভায় সেই ছবি প্রকাশ্যেও এসে গিয়েছিল। স্বাভাবিকভাবেই ক্ষোভ জমছে সমর্থকদের মধ্যে। শনিবারের বারবেলায় সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটল মোহনবাগান চত্বরে।

[সোনার বুটের দৌড়ে লুকাকু-কেন, জমে যাবে তৃতীয় স্থানের লড়াই]

ক্লাবের তথাকথিত অচলাবস্থা কাটাতে এবার আসরে নামলেন সমর্থকরাই। ক্লাব চত্বর থেকেই শুরু হল তাদের ‘হোক প্রতিবাদ’ কর্মসূচি। পোস্টার, ব্যানার হাতে অসংখ্য মোহনবাগান সমর্থক এদিন ধরনা দেন ক্লাব তাবুতে। কখনও গান গেয়ে, কখনও স্লোগান দিয়ে কর্তাদের কানে নিজেদের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করলেন মোহনবাগান জনতা। বার্তা স্পষ্ট সমর্থকরা চাইছেন পড়শিদের মতো কর্পোরেট হোক ক্লাব।

Advertisement

[ঘোষিত কাতার বিশ্বকাপের দিনক্ষণ, প্রথমবার শীতকালে হবে টুর্নামেন্ট]

মান্ধাতা আমলের গঠনকাঠামো ভেঙে দিয়ে এবার সমর্থকরাও চাইছেন আরও পেশাদারিত্ব আনতে। ক্লাবের দৈন্যদশা ঘোচাতে তাদের দাবি নতুন স্পনসর চাই ক্লাবে। প্রায় বছর দুই ধরে মোহনবাগানে যে অর্থাভাব যাচ্ছে তা কাটাতে পারে একমাত্র কর্পোরেট স্পনসরই সেকথাও এদিন বুঝিয়ে দিতে চাইলেন সমর্থকরা। তাদের স্লোগান, কর্পোরেট চাই, ইনভেস্টমেন্ট চাই, ডেভলপমেন্ট চাই। কর্তাদের ঠান্ডা লড়াই তাঁরা আর চাইছেন না তাও এদিন স্পষ্ট করে দেন সমর্থকরা। ক্লাব কর্তাদের বিরুদ্ধে ঘোষিত জেহাদে প্রথমদিনই যে সাড়া মিলেছে তাতে আশাবাদী আয়োজকরা। দাবি না মানা হলে আগামীদিনে আরও বড় আন্দোলনের পথে যাওয়ার পরিকল্পনা করছেন তাঁরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement