সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংকে (Brij Bhushan Sharan Singh) গ্রেপ্তার করার মতো যথেষ্ট প্রমাণ এই মুহূর্তে হাতে নেই দিল্লি পুলিশের। ফলে এখনই তাঁকে গ্রেপ্তার করা সম্ভব নয়। এরকমই একটি খবর একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। এরপরই নড়েচড়ে বসে দিল্লি পুলিশ। তাদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, এই খবর সম্পূর্ণই ভুল। সমস্ত রকম সংবেদনশীলতা বজায় রেখেই স্পর্শকাতর বিষয়ে তদন্তপ্রক্রিয়া চলছে।
দিল্লি পুলিশের তরফ থেকে ব্যাখ্যা দেওয়ার নেপথ্যে রয়েছে সংবাদ সংস্থা এএনআই-এর একটি রিপোর্ট। সেই প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি পুলিশের হাতে যথেষ্ট তথ্যপ্রমাণ না থাকার ফলে ব্রিজভূষণকে এখনই গ্রেপ্তার করা সম্ভব নয়। সংবাদ সংস্থা দিল্লি পুলিশের একটি সূত্রের মন্তব্য প্রতিবেদনে উল্লিখিত হয়েছে। সেই সূত্র এএনআই-কে জানিয়েছে, ”ব্রিজভূষণকে গ্রেপ্তার করার মতো যথেষ্ট তথ্য প্রমাণ এখনই আমাদের হাতে নেই। আগামী ১৫ দিনের মধ্যে আদালতে আমরা রিপোর্ট পেশ করব। চূড়ান্ত রিপোর্ট বা চার্জশিটের আকারেই এই রিপোর্ট জমা দেওয়া হবে। তবে কুস্তিগিররা যে দাবি করছেন, সেই দাবির সপক্ষে আমাদের হাতে প্রামাণ্য কোনও তথ্য নেই এই মুহূর্তে।” আর এই রিপোর্ট একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পরই দিল্লি পুলিশ জানিয়ে দিয়েছে তাদের অবস্থান। বলে দিয়েছে, ব্রিজভূষণের বিরুদ্ধে তদন্ত চলছে।
দেশের পদকজয়ী কুস্তিগির ভিনেশ ফোগাট, সাক্ষী মালিকরা কুস্তি ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনেন। প্রতিবাদে রাস্তায় নামেন তাঁরা।
গত রবিবার নতুন সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের চেষ্টা করলে পুলিশের হাতে আক্রান্ত হন কুস্তিগিররা। পুরুষ-মহিলা কুস্তিগিররা পুলিশের হাতে নিগৃহীত হচ্ছেন, এই ছবি ছড়িয়ে পড়ে সর্বত্র। মঙ্গলবার কুস্তিগিররা তাঁদের পদক হরিদ্বারের গঙ্গার জলে ভাসিয়ে দেওয়ার পরিকল্পনা করেন। দিল্লির রাস্তায় আমরণ অনশনের ডাক দেন। তবে পরে কুস্তিগিররা নিজেদের সিদ্ধান্ত বদলান। নিজেদের পদকগুলো গঙ্গায় ভাসানোর পরিকল্পনা আপাতত স্থগিত করেন। কৃষক নেতাদের অনুরোধেই তাঁদের এই মতবদল। আপাতত কেন্দ্রকে আগামী রবিবার পর্যন্ত সময় দিয়েছেন তাঁরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.