Advertisement
Advertisement

Breaking News

ওলিম্পিয়ান সুশীলের পাশে দিল্লি হাই কোর্ট

৭৪ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে ওলিম্পিক কোটা জিতেছেন নরসিংহ যাদব৷ ২০০৪-এ দিল্লি হাই কোর্টই রায় দিয়েছিল, যিনি ওলিম্পিকের কোটা জিতবেন, তাঁকেই প্রথম পছন্দ হিসাবে ধরা হবে৷ সেই কথা মাথায় রেখেই রিওর প্রস্তুতি শিবিরে নরসিংহর নাম রাখে ফেডারেশন৷

Delhi HC issues notice to WFI on Sushil Kumar’s plea for trails
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 17, 2016 3:29 pm
  • Updated:July 11, 2018 2:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নরসিংহ যাদব নন, ওলিম্পিকে দেশকে প্রতিনিধিত্ব করার যোগ্য তিনিই৷ এই দাবি তুলেই দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন ভারতীয় কুস্তিগির সুশীল কুমার৷ আদালতের কাছে তাঁর আর্জি, ভারতীয় কুস্তি ফেডারেশন (ডব্লিউএফআই) একটি ট্রায়ালের ব্যবস্থা করুক৷ তারপর সিদ্ধান্ত নিক, ৭৪ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে ভারতের হয়ে কে ওলিম্পিকে যাওয়ার যোগ্য৷ মঙ্গলবার এই মর্মে ডব্লিউএফআই-কে নিজেদের সিদ্ধান্তের কথা জানানোর নির্দেশ দিয়েছে হাই কোর্ট৷ সুশীলের মামলার পরবর্তী শুনানি ২৭ মে৷
ভারতের হয়ে দু’টি ওলিম্পিক পদক জিতেছেন৷ তা সত্ত্বেও আসন্ন রিও ওলিম্পিকে তাঁর থাকাই অনিশ্চিত হয়ে পড়েছে৷ প্রধানমন্ত্রীকে চিঠি না দিয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন সুশীল কুমার৷ রবিবারই জানতে পারেন রিওর প্রস্তুতি শিবিরে তাঁর নাম নেই৷ তখনই আদলতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন৷
৭৪ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে ওলিম্পিক কোটা জিতেছেন নরসিংহ যাদব৷ ২০০৪-এ দিল্লি হাই কোর্টই রায় দিয়েছিল, যিনি ওলিম্পিকের কোটা জিতবেন, তাঁকেই প্রথম পছন্দ হিসাবে ধরা হবে৷ সেই কথা মাথায় রেখেই রিওর প্রস্তুতি শিবিরে নরসিংহর নাম রাখে ফেডারেশন৷ তবে মঙ্গলবার আদালতের নির্দেশে নতুন জল্পনা শুরু হল৷

বিচারক মনমোহন বলেন, এই সময়ের মধ্যে ফেডারেশনের সভাপতি, সহ-সভাপতি, সচিব ও কোচকে জানাতে হবে সুশীলের আবেদন নিয়ে তাঁরা কী ভাবছেন৷ ডব্লিউএফআই-এর তরফের আইনজীবী জানান, ফেডারেশন ইতিমধ্যেই নিজেদের সিদ্ধান্তের কথা সুশীলকে জানিয়েছে৷ কিন্তু তিনি তা মেনে নিতে রাজি নন৷ এই পরিপ্রেক্ষিতে বিচারপতি বলেন, সুশীল আগেও দেশের মুখ উজ্জ্বল করেছেন৷ তাঁর আর্জিতে কোনও ভুল নেই৷ তাই বিষয়টা আরও একবার ভেবে দেখার নির্দেশ দেন তিনি৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement