অ্যাটলেটিকো ডি কলকাতা-২ (হিউম, জাভি লারা)
দিল্লি ডায়নামোস এফসি- ২ (মিলন সিং, মালুদা)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিস্থিতির নিরিখে এগিয়েই ছিলেন ‘দিল্লি লায়নস’রা৷ তবে জমি ছাড়তে নারাজ ছিলেন পোস্তিগারাও৷ শেষমেশ ডেরাতেই সিংহবধ করে ফেরা হল না হিউমদের৷
গত মরশুমে এই কলকাতার কাছেই জয়ের চাকা আটকেছিল দিল্লির৷ দিল্লির কোচ জামব্রোত্তা অবশ্য সে সব কথা মনে রাখতে চাননি৷ মধুর প্রতিশোধের ময়দানি গল্প উড়িয়েই দিয়েছিলেন৷ হাড্ডাহাড্ডি সে লড়াইয়ের কথা মাথায় ছিল কলকাতারও৷ কিন্তু আচমকাই এটিকের উপর চাপ যেন জাঁকিয়ে বসেছিল৷ পুণের কাছে গোল খাওয়া, পোস্তিগা-হিউমের গোলের খরা ভাবিয়ে তুলেছিল মলিনাকে৷ লিগ টেবিলে তিন নং জায়গায় থাকলেও, তাকে কিছুতেই স্বস্তির অবস্থান বলা যায় না৷ অন্যদিকে দিল্লি যে নিজেদের শীর্ষ অবস্থান জারি রাখতে মরিয়া হয়ে ঝাঁপাবে তাও জানতেন এটিকের ফুটবলাররা৷ আর তাই অনেকখানি চাপ নিয়েই খেলতে নেমেছিলেন পোস্তিগারা৷ কিন্তু এদিন জওহরলাল নেহরু স্টেডিয়ামে উপস্থিত ফুটবলপ্রেমীরা সাক্ষী থাকলেন হাড্ডাহাড্ডি টক্করের৷
গোড়া থেকেই দিল্লিকে জমি ছাড়েননি পোস্তিগারা৷ ১৬ মিনিটের মাথাতেই দিল্লির ডেরায় কলকাতাকে এগিয়ে দেন হিউম৷ পাল্টা আক্রমণ শানালেও কাজের কাজ হয়নি৷ কলকাতার রক্ষণে হুল ফোঁটাতে পারেননি দিল্লির ফুটবলাররা৷ তিরিশ মিনিটের মাথায় পোস্তিগার লম্বা শটে আবারও গোলমুখ খুলতে পারত৷ তবে দুর্ভাগ্যক্রমে তা হয়নি৷ ৩৩ মিনিটে কলকাতার সামনে আবার সুযোগ আসে৷ ডিকার নেওয়া ফ্রি কিকে পা ছোঁয়ান পোস্তিগা৷ কিন্তু দিল্লি গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষের দরুণ অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হন৷ এক গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ হয়৷ এদিকে প্রথমার্ধেই দিল্লির এক খেলোয়াড় লাল কার্ড দেখায় কার্যত একটু দুর্বলই হয়ে পড়ে সিংহবাহিনী৷
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বজায় রাখে কলকাতা৷ তবে এই পর্বেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকলেন উপস্থিত দর্শক৷ ৬০ মিনিটের মাথায় পেনাল্টি পায় দিল্লি৷ কিন্তু দেবজিতের মুন্সিয়ানায় ব্যর্থ হয় দিল্লির চেষ্টা৷ কিন্তু তাতেও শেষরক্ষা হল না৷ ৬২ মিনিটে দুরন্ত গোলে দিল্লিকে সমতায় ফেরান মিলন সিং৷ কিন্তু জাভি লারার গোলে ফের এগিয়ে যায় কলকাতা৷ রক্ষণের ভুলে এবার গোল হজম করতে হয় এটিকে-কে৷ বক্সে জটলার সুযোগ নিয়ে কলকাতার জালে বল জড়ান মালুদা৷ আর গোলমুখ খোলেনি দুই দলেরই৷ শেষপর্যন্ত ম্যাচ ড্র হয়৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.