Advertisement
Advertisement

Breaking News

IND vs SA

IND vs SA: ডিন এলগারের সঙ্গে মার্কো জ্যানসেনের ব্যাটে ১৬৩ রানের লিড, ব্যাপক চাপে টিম ইন্ডিয়া

প্রথম টেস্টে কামব্যাক করতে পারবে টিম ইন্ডিয়া?

Dean Elgar 185, Marco Jansen stranded on 84, South Africa seal 163 run lead against Team India in the Boxing Day Test। Sangbad Pratidin

১৮৫ রান করে মাঠ ছাড়ার ব্যাট দেখাচ্ছেন ডিন এলগার। ছবি: এক্স হ্যান্ডেল

Published by: Sabyasachi Bagchi
  • Posted:December 28, 2023 5:29 pm
  • Updated:December 28, 2023 5:43 pm  

ভারত, প্রথম ইনিংস: ২৪৫ (কেএল রাহুল ১০১, বিরাট ৩৮, রাবাডা ৫/৫৯, নান্দ্রে বার্গার ৩/৫০)
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৪০৮ (ডিন এলগার ১৮৫, মার্কো জ্যানসেন ৮৪, ডেভিড বেডিংহাম ৫৬, বুমরাহ ৪/৬৯, সিরাজ ২/৯১)
দক্ষিণ আফ্রিকা ১৬৩ রানে এগিয়ে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বক্সিং ডে টেস্টে (Boxing Day Test) ব্যাপক চাপে টিম ইন্ডিয়া (Team India)। ডিন এলগারের (Dean Elgar) ১৮৫ ও মার্কো জ্যানসেনের (Marco Jansen) ৮৪ রানের সৌজন্যে দক্ষিণ আফ্রিকা (South Africa) প্রথম ইনিংসে ৪০৮ রান তুলেছে। ফলে এই মুহূর্তে প্রোটয়াদের লিড ১৬৩ রানের। এদিকে প্রথম ইনিংসে ভারত ২৪৫ রানে অলআউট হয়ে যায়। তবে কেএল রাহুল (KL Rahul) ১০১ রান না করলে টিম ইন্ডিয়ার ইনিংস অনেক আগেই থেমে যেত। এখন দ্বিতীয় ইনিংসে ভারত কেমন জবাব দেয় সেটাই দেখার। 

Advertisement

ম্যাচে বল হাতে কামব্যাক করতে হলে তৃতীয় দিনের প্রথম সেশনে বিপক্ষের ব্যাটারদের তাড়াতাড়ি আউট করতে হত। কিন্তু সেটা হল না। বরং বাইশ গজে জ্যানসেনকে নিয়ে দাপট দেখালেন এলগার। তাঁদের ব্যাটে প্রথম ইনিংসে বড় লিড পায় দক্ষিণ আফ্রিকা।

দ্বিতীয় দিন শতরানের পরে যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই তৃতীয় দিন খেলা শুরু করলেন এলগার। তাঁকে সঙ্গ দিলেন জ্যানসেন। জশপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজের প্রথম স্পেল তাঁরা সাবধানে খেললেন। প্রসিদ্ধ কৃষ্ণা ও শার্দূল ঠাকুর বল করতে আসার পর বড় শট মারতে শুরু করলেন তাঁরা।

প্রসিদ্ধ ও শার্দূল নিয়ন্ত্রিত বল করতে পারছিলেন না। কোনও ভাবেই ব্যাটারদের সমস্যায় ফেলতে পারছিলেন না তাঁরা। দ্রুত রান উঠছিল। এমনকি রবিচন্দ্রন অশ্বিনও ধাক্কা দিতে পারেননি দক্ষিণ আফ্রিকাকে। তার মাঝেই এক-দু’টি সুযোগ তৈরি হলেও উইকেট আসেনি।

এরইমধ্যে ১৮৫ রানে ফিরে যান বাঁহাতি ওপেনার এলগার। অর্ধশতরান করেন জ্যানসেনও। কিন্তু শার্দূলের লেগ সাইডের বলে গ্লাভস ছুঁয়ে কেএল রাহুলের গ্লাভসে বল জমা হতেই আউট হন এলগার।

জেরাল্ড কোয়েৎজি ব্যাট করতে নেমে কয়েকটি বড় শট খেললেও অশ্বিনের বলে আউট হন। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রথম ৪০৮ রানে শেষ হয়ে যায়। ফলে সেঞ্চুরিয়ান টেস্টে ১৬৩ রানে এগিয়ে রয়েছে টেম্বা বাভুমার দল। যদিও বাঁ পায়ে হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য ব্যাট করতে পারেননি বাভুমা। প্রোটিয়া অধিনায়ক ব্যাট করলে তাঁর দল আরও বড় রানের লিড নিতেই পারত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement