Advertisement
Advertisement

Breaking News

শচীনকে ‘কিডন্যাপ’ করার ছক!

সাংঘাতিক ‘ছকে’র নেপথ্যে কে জানেন? নাম শুনলে চমকে যাবেন৷

David Cameron's advice England Cricket Team to ‘Kidnap’ Sachin
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 4, 2016 1:15 pm
  • Updated:December 4, 2016 3:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেমসের তীরে বসে ছক কষা হচ্ছে৷ সাংঘাতিক ছক৷  সূত্রের খবর, মাস্টারব্লাস্টার শচীন তেন্ডুলকরকে ‘কিডন্যাপ’ করার ছক কষা হচ্ছে৷

পুরো ঘটনার নেপথ্যে কে আছে জানেন? ডেভিড উইলিয়াম ডোনাল্ড ক্যামেরন৷ সদ্য প্রাক্তন হওয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী৷ আজ্ঞে হ্যাঁ, ঠিকই শুনেছেন৷ ভারতরত্ন শচীন তেন্ডুলকরকে কিডন্যাপের পরামর্শ ইনিই দিয়েছেন৷

Advertisement

136193

সম্প্রতি এক বেসরকারী সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে এই কথা বলেছেন ক্যামেরন৷ তিনি বলেন, যেভাবে টেস্ট সিরিজ চলছে, আমদের হয়তো লিটিল মাস্টারকে কিডন্যাপ করতে হবে কিছু বাড়তি প্রশিক্ষণ ও টিপস পাওয়ার জন্য৷ এদিন ইংল্যান্ড টিম সম্পর্কে ক্যামেরন বলেন, ২০১১ সালে যখন দেশের মাটিতে ইংল্যান্ড ৪-০-য়  টেস্ট সিরিজ জিতছিল তখন তিনি ড্রেসিংরুমে ঢোকার সুযোগ পেয়েছিলেন৷ তাঁর কাছে সেই মুহূর্ত ছিল গর্বের৷

তবে ২০১৬ সালে একটু হলেও ব্যাকফুটে কুকবাহিনী৷ পাঁচ টেস্টের সিরিজের ইতিমধ্যেই দু’টিতে হেরে বসে আছেন তাঁরা৷ বিশ্ব ব়্যাঙ্কিংয়েও স্থান ভারতের পিছনেই৷ এদিকে সিরিজের মাঝেই সুযোগ পেয়েই দুবাইয়ে সময় কাটাতে ব্যস্ত কুকবাহিনী৷ তাই দেশের ক্রিকেট দলকে কটাক্ষ করেই এই মন্তব্য ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রীর, এমনটাই মনে করছেন অনেকে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement