Advertisement
Advertisement

Breaking News

Danish Kaneria Yuzvendra Chahal

‘ভারতীয় দলে খেলার যোগ্যতা নেই চাহালের’, টিম ইন্ডিয়ার নির্বাচকদের পাশে প্রাক্তন পাক তারকা

কেন একথা বললেন পাকিস্তানের প্রাক্তন তারকা?

Danish Kaneria backs decision to drop star spinner Yuzvendra Chahal । Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Krishanu Mazumder
  • Posted:August 25, 2023 12:29 pm
  • Updated:August 29, 2023 12:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের (Asia Cup 2023) জন্য ১৭ সদস্যের ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। সেই দলে রাখা হয়নি যুজবেন্দ্র চহালকে (Yuzvendra Chahal)। ভারতীয় নির্বাচকদের এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন পাকিস্তানের প্রাক্তন লেগ স্পিনার দানিশ কানেরিয়া (Danish Kaneria)। ইউটিউবে চ্যানেলে কানেরিয়াকে বলতে শোনা গিয়েছে, এই মুহূর্তে টিম ইন্ডিয়ায় সুযোগ পাওয়ার যোগ্যই নন চাহাল।

পাকিস্তানের হয়ে ৬১টি টেস্ট এবং ১৮টি ওয়ানডে খেলার অভিজ্ঞতাসম্পন্ন কানেরিয়া নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ”এই মুহূর্তে ভারতীয় দলে খেলার যোগ্য নয় যুজবেন্দ্র চাহাল। ধারাবাহিকতা নেই ওর। অন্যদিকে নিয়মিত উইকেট নিচ্ছে কুলদীপ। মাঝের ওভারগুলোতে কার্যকরী ভূমিকা নিতে পারে কুলদীপ। চাহালকে না নিয়ে কুলদীপকে দলে রেখে ভালই করেছেন ভারতের নির্বাচকরা।” 

Advertisement

[আরও পড়ুন: ফিটনেস টেস্টে রেকর্ড গড়েও ভারতীয় বোর্ডের রোষানলে কোহলি, কী এমন ‘দোষ’ করলেন?]

কানেরিয়ার আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ও ভারতের দল গঠন নিয়ে মন্তব্য করেছিলেন। ভারতের প্রাক্তন অধিনায়ক বলেছিলেন, ”যুজবেন্দ্র চাহালের পরিবর্তে অক্ষর প্যাটেলকে নেওয়া হয়েছে ওর ব্যাটিংয়ের জন্য। আমার মতে, এটা সঠিক নির্বাচন। কেউ একজন চোটের কবলে পড়লে চাহাল ফিরে আসতেই পারে।”

[আরও পড়ুন: চুমু কাণ্ডের জের, স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট পদ খোয়াতে চলেছেন রুবিয়ালেস]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement