Advertisement
Advertisement

Breaking News

এটিকে-র সমর্থনে এবার গ্যালারিতে ‘দাদা’!

এটিকে ভক্তদের মুখেও এখন একটাই কথা, “টেনে মার”৷

'Dada' appears in new ATK video
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 7, 2016 6:45 pm
  • Updated:July 8, 2022 12:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট হোক বা ফুটবল, মাঠে প্রিয় ‘দাদা’র উপস্থিতি সবসময় চেটেপুটে উপভোগ করেন বাংলার ক্রীড়াপ্রেমীরা৷ সম্প্রতি এই সত্যিটা আরও একবার মনে করিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ আগামী মাসেই ফের ‘লেটস ফুটবল’ মন্ত্রে মাতবে গোটা দেশ৷ আর তার আগেই ‘টেনে’ ছক্কা হাঁকালেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ কী করলেন তিনি?

আইএসএল-এ তাঁর দল অ্যাটলেটিকো ডি কলকাতার জন্য তৈরি ভিডিওতে তাক লাগিয়ে দিলেন মহারাজ৷ এটিকে-র জন্য তাঁর ভিডিও এখন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভাইরাল৷ ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে যখন ফুটবল ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে ঠিক তখনই সৌরভ গঙ্গোপাধ্যায় এটিকে প্রেমীদের একটি ভিডিও উপহার দিলেন৷ তাতে সবচেয়ে বেশি যাঁকে চোখে পড়ছে তিনি হলেন স্বয়ং সৌরভ৷ আপাদমস্তক বাঙালিয়ানায় মোড়া এই ভিডিও ইতিমধ্যেই বাঙালিদের মন জয় করে নিয়েছে৷ এটিকে ভক্তদের মুখেও এখন একটাই কথা, “টেনে মার৷”

Advertisement

প্রসঙ্গত আইএসএল-এর তৃতীয় মরশুমের খেলা শুরু হবে আগামী ১ অক্টোবর৷ ৮টি দলের এই টুর্নামেন্টের ফাইনাল ১৮ ডিসেম্বর৷ এই মরশুমে সব দলই নতুন করে সাজিয়েছে নিজেদেরকে৷ অ্যাটলেটিকো ডি কলকাতাও নতুন কোচ হোসে মোলিনাকে নিয়ে বেশ উচ্ছ্বসিত৷ গত বছরের কলকাতার নায়ক হিউম এবারও দলে৷ প্রতিবারের মতই স্পেনে প্রাক মরশুম অনুশীলনও শুরু হয়ে গেছে৷ সব মিলিয়ে প্রথম মরশুমের ম্যাজিক দেখাতে তৃতীয় মরশুমে তৈরি অ্যাটলেটিকো ডি কলকাতা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement