সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লড়াই তাঁর অস্থিতে, মজ্জায়৷ তিলে তিলে নিজেকে শক্ত করে বারংবার ফিরে এসেছেন৷ ফিরেছেন সাফল্যের কাঁধে ভর করে৷ এবার যে তার ব্যতিক্রম ঘটবে না, তা প্রায় নিশ্চিত ছিল৷ ছিল জয়ের প্রত্যাশা৷ দেশবাসী বিপুল প্রত্যাশা পূরণ করে কমনওয়েলথ গেমসে সোনা জিতলেন মণিপুরের মেরি কম৷
And as she appeared for the one last time at the #CommonwealthGames #MaryKom of #TeamIndia had earned the gold she wanted from #GC2018Boxing , respect of a few hundred who witnessed her #LIVE and prayers & blessings of billions more!#ThankYou @MangteC #GC2018 #SHARETHEDREAM pic.twitter.com/SabT8oWome
— IOA – Team India (@ioaindia) April 14, 2018
The roar of #India! India! filled the stadia as @MangteC clinched her gold. Hon’ble Minister of #Sports Sh. @Ra_THORe was there to lend his support as well. Have a look at the post match celebrations. #SAI pic.twitter.com/gVqgGCx0A3
— SAIMedia (@Media_SAI) April 14, 2018
আজ সকালে কমনওয়েলথ গেমসের দশম দিনে মহিলা বক্সিংয়ের ৪৫-৪৮ কেজি বিভাগে সোনা ছিনিয়ে আনেন মেরি৷ চলতি চুর্নামেন্টে এটাই তাঁর প্রথম সোনা জয়৷ ছ’বারের বিশ্ব চ্যাম্পিয়ন, পাঁচ বারের এশিয়ান চ্যাম্পিয়ন, অলিম্পিকে ব্রোঞ্জ, এশিয়ান গেমসে সোনা পদকের লম্বা তালিকায় থাকা মেরি কমকে নিয়ে প্রত্যাশা ছিল প্রচুর৷ কারণ, এতদিন এই কমনওয়েলথ গেমসের পদকটাই ছিল না তাঁর শো-কেসে৷ গত বছর দীর্ঘ দিন বাদে বক্সিং রিংয়ে ফিরে এসেই এশিয়ান চ্যাম্পিয়ন হয়েছিলেন মেরি৷ ফলে, এবার সোনা জিতেই দেশের মাটিতে পা রাখবেন মোরি কম৷
#TeamIndia‘s #GoldQuest hits a new high as India records its 20th Gold medal with #SanjeevRajput ‘s win in 50m Rifle 3 Positions Men’s Finals #GC2018Shooting! Congratulations @sanjeevrajput1
He scored 454.5 setting a new #GamesRecord while #ChainSingh was 5th with 419.1! pic.twitter.com/FwM5575l8J
— IOA – Team India (@ioaindia) April 14, 2018
শুধু মেরি কমই নয়, একই সঙ্গে এদিন ৫২ কেজির বক্সিং বিভাগে সোনা জেতেন গৌরব সোলাঙ্কিও৷
That’s No. 20 for in #CommonwealthGames2018 #GauravSolanki wins in men’s 52kg pic.twitter.com/Khs3nLXUH4
— Doordarshan Sports (@ddsportschannel) April 14, 2018
কমনওয়েলথ গেমসে দশম দিনে বক্সিংয়ে জোড়া সোনা প্রাপ্তির পাশাপাশি, সঞ্জীব রাজপুত ৫০ মিটার রাইফেল শুটিংয়েও সোনা ছিনিয়ে আনলেন৷
medal number 19 for
@sanjeevrajput1 wins in men’s 50m rifle 3 positions with a Commonwealth Games record#GC2018Shooting #CommonwealthGames2018 #GC2018 pic.twitter.com/l5nyG2WZMJ— Doordarshan Sports (@ddsportschannel) April 14, 2018
১২৫ কেজির রেসলিংয়ে সোনা জিতেছেন সুমিত মালিক৷
Wrestler Sumit Malik came back from a back injury to win the Silver at 2017 Asian Wrestling Championship.
At #CWG2018 he will be grappling for Gold. #GoodLuckSumit #GC2018 pic.twitter.com/9oZRbYcjRY
— OGQ (@OGQ_India) March 23, 2018
এই নিয়ে ভারতের ঝুলিতে এল ২১টি সোনার পদক৷
এবারের কমনওয়েলথ গেমসে বেশ ভাল ফল করেছেন ভারতীয় ক্রীড়াবিদরা৷ এই মুহূর্তে ভারত তৃতীয় স্থান ধরে রেখেছে৷ ২১টি সোনা, ১২ রূপো, ব্রোঞ্জ ১৪টি পদক নিজের নামে করে ফেলেছে ভারত৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.