Advertisement
Advertisement

কমনওয়েলথে সোনা জিতে বাড়ি ফিরেই আক্রান্ত ভারোত্তোলক পুনম

কী ঘটনা ঘটেছিল?

CWG 2018: Gold medal winner Punam Yadav attacked
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 14, 2018 7:28 pm
  • Updated:July 10, 2018 6:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি কমনওয়েলথ গেমসে সোনা জিতে দেশকে বিশ্ব মঞ্চের শ্রেষ্ঠ আসনে বসিয়েছিলেন ওয়েটলিফটার পুনম যাদব৷ আর সেই অ্যাথলিটই কিনা নিরাপত্তাহীনতায় ভুগছেন! বারাণসীর রোহানিয়ায় হামলার মুখে পড়লেন তিনি৷

[ফের নারীশক্তির জয়, কমনওয়েলথে সোনা জিতে নজির ভিনেশ-মনিকার]

জানা গিয়েছে, রোহানিয়ায় নিজের আত্মীয়র বাড়িতে ছিলেন পুনম৷ সেই সময়ই এমন ঘটনা ঘটে৷ পুলিশ সূত্রে খবর, দুই বাড়ির মধ্যে তিক্ততা বহুদিনের৷ শনিবার সকালে সেই প্রতিবেশীদের সঙ্গে প্রথমে বচসা বাঁধে পুনমের আত্মীয়র৷ এরপরই পুনম তাঁর তুতো ভাইয়ের উপর চড়াও হন তাঁরা৷ পুনমদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয় বলে অভিযোগ৷ এমনকী তাঁর আত্মীয়দের উপরও হামলা করা হয়৷ তাঁর পরিবারের ছয়-সাতজন গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে৷ যদিও পুনমের কোনও চোট লাগেনি৷ এরপরই রোহানিয়া থানায় প্রতিবেশীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন পুনম৷ গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷

Advertisement

কমনওয়েলথ গেমসে সোনা জয়ের পর থেকেই পুনমের দাদুপুরের গ্রামে পুনমকে নিয়ে জয়জয়কার৷ বারাণসীর এই ছোট গ্রামেই জন্ম ও বড় হওয়া তাঁর৷ বহু প্রতিকূলতা পেরিয়ে কমনওয়েলথের মঞ্চে পৌঁছনো৷ বাকিটা ইতিহাস৷ গোল্ড কোস্টে তাঁর সাফল্যে গর্বিত স্থানীয়রা৷ গ্রামে পা রাখতেই সোনা জয়ী তারকাকে দেখতে অনুগামীদের ভিড় উপচে পড়েছিল৷ ফুল-মিষ্টি নিয়ে স্বাগত জানানো হয় তাঁকে৷ ৬৯ কেজি বিভাগে সোনা ঝুলিতে ভরার পর পুনম বলেছিলেন, “প্রতিপক্ষের পারফরম্যান্স দেখার পর একটু নার্ভাস হয়ে পড়েছিলাম৷ কিন্তু ভাগ্যের বিষয় যে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পেরেছি৷ হাঁটুতে সামান্য ব্যথা ছিল৷ তবে ফিজিওকে সেসময় আমার চিকিতসার জন্য অনুমতি দেওয়ায় সমস্যা হয়নি৷” তবে বিশ্বখ্যাত হওয়ার পর আত্মীয়র বাড়িতে গিয়ে যে এমন পরিস্থিতিতে পড়তে হবে, তা কল্পনাও করতে পারেননি তিনি৷

[বক্সিংয়ে সোনা আনলেন মেরি কম-গৌরব, শুটিংয়ে সঞ্জীব রাজপুত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement