সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুবাইয়ের ক্লাব শাবাব আল আহলিকে মাটি ধরিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার ছাড়পত্র জোগাড় করেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) ক্লাব আল নাসের (Al Nassr)। ম্যাচের শেষের দিকে তিন-তিনটি গোল করে আল নাসের মাটি ধরায় শাবাব আল আহলিকে।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ড্রয়ে ওয়েস্ট জোনের পট ৪-এ রয়েছে আল নাসের। একই পটে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহীর ক্লাব আল আইন এফসি। আল আইন এফসি অতীতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে।
২৪ আগস্ট ড্র হবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের। এই টুর্নামেন্টে রোনাল্ডোর আল নাসেরের সঙ্গে দেখা হতেই পারে মুম্বই সিটি এফসি-র। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে মুম্বই সিটি (Mumbai City FC) ভারতের একমাত্র প্রতিনিধি। ওয়েস্ট জোনের পট ৩-তে রয়েছে মুম্বই। গতবার আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই সিটি। প্লে অফে ২০২১-২২ মরশুমের শিল্ড জয়ী জামশেদপুর এফসি-র মুখোমুখি হয়েছিল মুম্বই সিটি। জামশেদপুরকে ১-৩ গোলে হারিয়ে মুম্বই সিটি এফসি এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ছাড়পত্র অর্জন করে।
ড্র এখনও হয়নি ঠিকই। তবে ড্রয়ের আগেই পরিষ্কার সৌদি আরবের আল ইত্তিফাক, আল হিলাল ও আল নাসেরের মধ্যে যে কোনও একটি ক্লাবের সঙ্গে দেখা হতেই পারে মুম্বই সিটি-র। বাকিটা জানা যাবে এএফসি চ্যাম্পিযন্স লিগের ড্রয়ের পরে।
Important win on the qualification 🙌
Where we belong 💪 pic.twitter.com/otGFv2Adql— AlNassr FC (@AlNassrFC_EN) August 22, 2023
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.