Advertisement
Advertisement

Breaking News

রিও ওলিম্পিকে সম্ভবত নেই রোনাল্ডো

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন রিও ওলিম্পিকে হয়তো দেশের জার্সি গায়ে দেখা যাবে না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। ওলিম্পিকের নিয়ম অনুযায়ী, ২৩ বছর বয়সের উর্ধ্বে মাত্র তিনজন ফুটবলারই দলে রাখতে হবে। সম্ভবত সেই কারণেই সিআর সেভেনকে দলের বাইরে রাখার সিদ্ধান্ত নিচ্ছেন পর্তুগালের কোচ রুই জর্জ। অনূর্ধ্ব 21 দলের কোচের তত্ত্বাবধানেই ব্রাজিল পাড়ি দেবে পর্তুগাল দল। রোনাল্ডোকে দলে […]

Cristiano Ronaldo unlikely to represent Portugal at 2016 Olympics
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 20, 2016 10:06 pm
  • Updated:July 11, 2018 2:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন রিও ওলিম্পিকে হয়তো দেশের জার্সি গায়ে দেখা যাবে না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।
ওলিম্পিকের নিয়ম অনুযায়ী, ২৩ বছর বয়সের উর্ধ্বে মাত্র তিনজন ফুটবলারই দলে রাখতে হবে। সম্ভবত সেই কারণেই সিআর সেভেনকে দলের বাইরে রাখার সিদ্ধান্ত নিচ্ছেন পর্তুগালের কোচ রুই জর্জ। অনূর্ধ্ব 21 দলের কোচের তত্ত্বাবধানেই ব্রাজিল পাড়ি দেবে পর্তুগাল দল। রোনাল্ডোকে দলে না রাখা প্রসঙ্গে কোচ বলেন, “২৩ বছর বয়সের উর্ধ্বে তিনজন ফুটবলার দলে রাখার বিষয়টি আমরা এখনও বিস্তারিত জানি না। তার জন্য আরও খানিকটা অপেক্ষা করতে হবে। তবে রোনাল্ডো দলে থাকবেন বলে মনে হয় না। নিঃসন্দেহে ওঁ বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। ক্লাব ও দেশের জার্সি গায়ে ওঁর অনেক অবদান রয়েছে।”
রোনাল্ডো ওলিম্পিকে না খেললে অবশ্য উপকৃত হবে রিয়াল মাদ্রিদ। কারণ সেই সময়ই আগামী মরশুমে লা লিগার প্রস্তুতি শুরু হয়ে যাবে। ফলে প্রথম দিন থেকেই শিবিরে থাকতে পারবেন রিয়াল স্ট্রাইকার।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement