Advertisement
Advertisement

Breaking News

Cristiano Ronaldo

রোনাল্ডো কি আল নাসের ছাড়ছেন? নিজের ভবিষ্যৎ নিয়ে বড় মন্তব্য সিআর সেভেনের

রোনাল্ডোর ক্লাব আল নাসের সৌদি লিগে দ্বিতীয় স্থান পেয়েছে।

Cristiano Ronaldo to stay at Al Nassr next Season । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:June 2, 2023 1:55 pm
  • Updated:June 2, 2023 2:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আল নাসেরের (Al Nassr) সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo ) জানিয়ে দিলেন সৌদি আরবের ক্লাব ছেড়ে তিনি যাবেন না। পরের মরশুমেও তিনি খেলবেন মরুদেশের ক্লাবেই।

সৌদি আরব প্রিমিয়ার লিগকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনাল্ডো বলেছেন, ”লিগটা বেশ ভাল। বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তবে উন্নতি করার অনেক সুযোগ রয়েছে। আমাদের দলটা বেশ ভাল। আরবের বেশ কয়েকজন ভাল প্লেয়ার আমাদের দলে রয়েছেন। আমার মতে, রেফারিং, ভার সিস্টেমের কিছু উন্নতি দরকার। ছোট ছোট আরও কিছু বিষয় আছে, সেগুলোর উন্নতি করলে ভাল। আমি এখানে ভালই আছি। সুখেই আছি। এখানকার লিগ নিয়ে আমি সন্তুষ্ট। আমি এখানে খেলা চালিয়ে যেতে চাই।”

Advertisement

[আরও পড়ুন: ‘ধোনিম্যানিয়ার জন্যই স্মরণীয় এবারের আইপিএল’, ক্যাপ্টেন কুলে মজে পাক কিংবদন্তি]

রোনাল্ডো জানাচ্ছেন, ছোটখাটো ত্রুটি বিচ্যুতি সংশোধন করতে পারলে সৌদি প্রিমিয়ার লিগ বিশ্বের সেরা পাঁচটা লিগের মধ্যে জায়গা করে নিতে পারবে।

সৌদি প্রিমিয়ার লিগে রোনাল্ডোর প্রথম বছর শেষ হয়েছে ৩১ মে। সৌদি লিগে রোনাল্ডোর ক্লাব আল নাসের দ্বিতীয় স্থান পেয়েছে। নাসেরের থেকে পাঁচ পয়েন্টে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয়েছে আল ইত্তিহাদ। শেষ ম্যাচে আল নাসের ৩-০ গোলে হারিয়েছে আল ফতেহকে। যদিও শেষ ম্যাচে নামেননি রোনাল্ডো।

আল নাসের ক্লাবের হয়ে সৌদি প্রো লিগে ১৬টি ম্যাচ খেলেছেন রোনাল্ডো। গোল করেছেন ১৪টি। তাছাড়াও সৌদি কিং কাপ ও সুপার কাপেও আল নাসেরের হয়ে নেমেছিলেন রোনাল্ডো। কিন্তু সেই তিনটি ম্যাচ থেকে গোল পাননি সিআর সেভেন। অর্থাৎ সৌদির ক্লাব আল নাসেরের হয়ে রোনাল্ডো মোট ১৯টি ম্যাচ থেকে ১৪টি গোল করেন সৌদি প্রিমিয়ার লিগে।

সিআর সেভেন আল নাসেরে থেকে যাওয়ার কথা বললেও, তাঁর দলবদল নিয়ে চর্চা কিন্তু চলছেই। 

[আরও পড়ুন: সেনার অনুষ্ঠানের মঞ্চে হোঁচট, বক্তৃতা সেরে মাটিতে লুটিয়ে পড়লেন বাইডেন, ভাইরাল ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement