Advertisement
Advertisement

ফের ‘দয়ালু’ রোনাল্ডো, গ্রিসের হোটেল কর্মীদের মোটা বকশিস সিআর সেভেনের

জানেন কত টাকা উপহার দিলেন রোনাল্ডো ।

Cristiano Ronaldo leaves whooping Rs 16 lakh tip for hotel staffs
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 20, 2018 4:37 pm
  • Updated:July 20, 2018 4:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেলার মাঠে অনেকেই তাঁকে উদ্ধত বলেন, কেউ বলেন স্বার্থপর। কিন্তু, রোনাল্ডো বারবার প্রমাণ করেছেন তাঁর মানবিক রূপ। কখনও অসুস্থ শিশুদের চিকিৎসার টাকা দেওয়া হোক বা প্রতিবন্ধী খুদেদের পাশে দাঁড়ানো। সম্প্রতি, ইতালির ক্লাব জুভেন্তাসে সই করেছেন পর্তুগালের অধিনায়ক। জুভেন্তাসে যাওয়ার আগে আরও একবার মানবিকতা প্রমাণ করলেন রোনাল্ডো

 

🇸 🇺 🇲 🇲 🇪 🇷 🇻 🇮 🇧 🇪 🇸 ☀🌊❤

Advertisement

A post shared by Georgina Rodríguez (@georginagio) on

 

বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায়ের পর সপরিবারে গ্রিসে ছুটি কাটাতে গিয়েছিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। সেখানে একটি বিলাসবহুল হোটেলে সপরিবারে ছিলেন পর্তুগালের অধিনায়ক। ওই হোটেলেই রোনাল্ডোর সঙ্গে দেখা করতে যান জুভেন্তাসের ডিরেক্টর আন্দ্রে আগ্নিয়েলি। জুভেন্তাসে যোগদানের প্রাথমিক কথাবার্তা সেখানেই হয়। আসলে যে কদিন ওই হোটেলে রোনাল্ডো ছিলেন সেকদিনেই হোটেল কর্মীদের ব্যবহার খুব ভাল লাগে তাঁর। হোটেল কর্মীদের ব্যবহারে এতটাই সন্তুষ্ঠ হন রোনাল্ডো যে হোটেল ছাড়ার আগে কর্মীদের জন্য মোটা টাকার উপহার রেখে আসেন পর্তুগালের অধিনায়ক। চেকটির অর্থমূল্য ছিল ১৭ হাজার ইউরো, ভারতীয় মুদ্রায় যার অর্থমূল্য ১৬ লক্ষ টাকা। রোনাল্ডোর কাছ থেকে মোটা টাকার উপহার পেয়ে রীতিমতো আহ্লাদিত হোটেলকর্মীরা। তারা এখন সিআর সেভেনকে ধন্যবাদ জানাচ্ছেন।

 

Lovely moments!👌🏽

A post shared by Cristiano Ronaldo (@cristiano) on

রোনাল্ডোর ঘনিষ্ঠরা বলছেন, গ্রিসের হোটেলটিতে বসে জুভেন্তাসের সঙ্গে এত বড় চুক্তি হওয়ায় এমনিতেই খুশি ছিলেন রোনাল্ডো। আর হবেন নাই বা কেন, ৩৩ বছর বয়সী রোনাল্ডোর সঙ্গে বার্ষিক ৪৭ লক্ষ ইউরোর চুক্তি করেছেন ক্রিশ্চিয়ানো। প্রতিমাসে তাঁর বেতন প্রায় ২ কোটি ৫০ লক্ষ ইউরো। ভারতীয় মুদ্রায় প্রতি সেকেণ্ডে রোনাল্ডোর রোজগার প্রায় ৮০ টাকা। স্বাভাবিকভাবেই চুক্তিতে খুশিই হবেন ক্রিশ্চিয়ানো। তার উপর হোটেল কর্মীরা তাঁকে সন্তুষ্ঠ করেছিলেন ভাল ব্যবহার করে, তাই খুশি হয়েই ওতো বড় উপহারটি দিয়ে ফেললেন পর্তুগালের অধিনায়ক।   

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement