সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী সোমবারই সরকারিভাবে ব্যালন ডি’ওর জয়ীর নাম ঘোষণা করা হবে৷ কিন্তু তার আগেই স্পেনের মুনদো দেপোর্তিভো বড়সড় কেলেঙ্কারি ফাঁস করে দিল৷ আগে থেকেই নাকি ঠিক ছিল, রোনাল্ডোকেই ২০১৬-র ব্যালন ডি’ওর দেওয়া হচ্ছে৷ এবং এটা রোনাল্ডোও জানেন তাঁর ক্লাব রিয়ালও৷ স্পেনের ওই দৈনিকের খবর অনুযায়ী ইতিমধ্যেই সব ঠিক হয়ে গিয়েছে৷ ফ্রান্স ফুটবলের প্রতিনিধিরা বৃহস্পতিবার মাদ্রিদে পৌঁছচ্ছেন৷ সেখানেই রোনাল্ডোর ফটোসেশন, ইন্টারভিউ ইত্যাদি নেওয়া হবে৷ এই ফটোসেশনে ট্রফি (সোনার বল) হাতে রোনাল্ডোর ছবিও নেওয়া হবে৷ সোমবার পুরষ্কার অনুষ্ঠানের পরদিন অর্থাৎ, মঙ্গলবারই ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের কভারে রোনাল্ডোর সেই ছবি এবং ইন্টারভিউ ছেপে বেরোবে৷
এতটাই নিশ্চিত ম্যাগাজিনটি যে, ইতিমধ্যেই তারা চতুর্থ ব্যালন ডি’ওর জয়ী হিসাবে রোনাল্ডোর ছবিও ছাপিয়েছে৷ নিয়ম অনুযায়ী আগামী সোমবার সন্ধ্যায় কোন ফাইনালিস্ট কত ভোট পেয়েছেন, সেটা জানতে পারার কথা৷ যার দায়িত্ব ফ্রান্সের লে’কিপ ম্যাগাজিনের৷ তখনই জানার কথা কে জিতেছেন এই ট্রফি? কিন্তু, সেই গোপনীয়তা আদৌ রক্ষিত হয়েছে কিনা, সেই নিয়েই প্রশ্ন তুলেছে মুনদো দেপোর্তিভো ম্যাগাজিন৷
মঙ্গলবার এই খবরটি ‘ব্রেক’ করেছেন ওই ম্যাগাজিনের সাংবাদিক ফ্রান্সিস আগুইলের৷ যিনি স্পেনের এক নামী সাংবাদিক৷ তবে এর উল্টো প্রচারও শুরু হয়েছে৷ মুনদো দেপোর্তিভো মূলত বার্সেলোনার ম্যাগাজিন৷ প্রত্যেকেই যে যার এলাকার দলের পক্ষে খবর ছাপায়৷ ক’দিন আগেই বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তি নিয়ে খবর ছাপিয়েছিল মারকা৷ সেটা নাকি ছিল ক্লাসিকোর আগে বারসা তারকার ফোকাস নড়িয়ে দেওয়ার একটা চাল৷ এবার তারই পাল্টা হিসাবে বার্সেলোনার দৈনিকে এমন একটা খবর ছাপিয়ে দেওয়া হল বলে দাবি মাদ্রিদের কাগজগুলির৷ আসল ঘটনা কী, তার জন্য সোমবার পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে ফুটবলভক্তদের৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.