Advertisement
Advertisement

Breaking News

আমি শয়তান নই, লা লিগা জিতে সমালোচকদের জবাব রোনাল্ডোর

সাফ জানিয়ে দিলেন সমালোচকদের কীভাবে জবাব দিতে হয় সেটা তিনি ভালভাবে জানেন।

Cristiano Ronaldo hits out at critics as Real Madrid celebrate La Liga title
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 22, 2017 11:07 am
  • Updated:May 22, 2017 11:07 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই সময়টার জন্যই যেন অপেক্ষা করছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রবিবার মালাগাকে ২-০ গোলে হারানোর পরেই ৩৩ তম লা লিগা ট্রফিটি নিজেদের দখলে নিয়ে নেয় রিয়াল মাদ্রিদ। দীর্ঘ পাঁচ বছর পর স্প্যানিশ লিগ নিজেদের দখলে নিল লস ব্ল্যাঙ্কোসরা। আর এরপরেই সমালোচকদের একহাত নিলেন রিয়াল তারকা। জানিয়ে দিলেন তিনি কোনও অপরাধী নন।

[অভিযানের আগেই নবান্নে ঢোকার চেষ্টা, গ্রেপ্তার সুজন-সহ পাঁচ বাম বিধায়ক]

কয়েকদিন আগে সেল্টা ভিগোর বিরুদ্ধে ম্যাচে, রোনাল্ডো বিপক্ষ খেলোয়াড় গুস্তাভো কার্ভালকে টাকা নেওয়ার যে ইঙ্গিত করেছিলেন তা নিয়েই গত এক সপ্তাহে বেশ লেখালেখি হয়েছিল স্প্যানিশ মিডিয়াতে। পত্রিকাগুলিতে বারংবার রোনাল্ডোকে অপরাধী আখ্যা দেওয়া হয়েছিল। আর এই নিয়েই মুখ খুললেন ‘দ্য বিস্ট’। বলেন, ‘লোকে আমার সম্পর্কে কিছু জানে না অথচ কথা বলে। আমি টিভি দেখি না কারণ দেখলে, আমার জীবন বলে কিছু থাকত না। ফুটবল খেলা এবং খেলার বাইরে লোকে আমার সম্পর্কে এমন সমস্ত কথা বলে যেন আমি বিরাট কোনও অপরাধ করে ফেলেছি।’ এর সঙ্গেই তিনি যোগ করেন, ‘ফুটবল হোক বা ফুটবলের বাইরে, ক্রিশ্চিয়ানো সম্পর্কে কোনও কিছু নিয়ে লোকে যখন চর্চা করে, তখন সমালোচকরা সেটা ভুলভাবে নেয়। তবে এটা আমাকে বিচলতি করে না। কারণ কীভাবে সমালোচকদের মুখ বন্ধ করতে হবে সেটা আমি ভালভাবে জানি। আমি ভগবান নই কিন্তু আমি শয়তানও নই, যেটা কিনা অধিকাংশ লোক আমার ব্যাপারে বলে।’

Advertisement

[সুদীপের জামিনের বিরোধিতায় সুপ্রিম কোর্টের পথে সিবিআই]

এরপরেই রিয়ালের হয়ে দুর্দান্ত মরশুম কাটানো নিয়ে তিনি বলেন, ‘চলতি মরশুমটা দুর্দান্ত ছিল। আমি খুব খুশি। রিয়ালে কাটানো মরশুমগুলির মধ্যে অন্যতম সেরা মরশুম। সবাই সমানভাবে পারফর্ম করেছে।’ জুন মাসের প্রথম সপ্তাহেই কার্ডিফে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জুভেন্তাসের বিরুদ্ধে খেলতে নামবে রিয়াল। সেই প্রসঙ্গে রোনাল্ডো বলেন, ‘জানি কার্ডিফের লড়াই খুব কঠিন হবে। আপাতত আমরা পাঁচ বছর পর লা লিগা জয়ের সেলিব্রেশনে মাতব।’

[‘ভোট পেতে তিন তালাক নিয়ে রাজনীতি করছেন মমতা-সোনিয়া’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement