সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি গোল করেন। তিনি ইতিহাস গড়েন। তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Roandlo)। আরব ক্লাব চ্যাম্পিয়ন্স ক্লাবে আল নাসের বনাম ইউএস মোনাস্টিরের বিরুদ্ধে ম্যাচে রোনাল্ডোর দল আল নাসের (Al Nassr) ৪-১ গোলে ম্যাচ জেতে। রোনাল্ডো দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন।
গত কয়েকটি ম্যাচে গোল পাননি রোনাল্ডো। হেড দিয়ে দুরন্ত গোল করে রোনাল্ডো রেকর্ড গড়লেন। ফুটবল ইতিহাসে হেড দিয়ে সবচেয়ে বেশি গোল করার মালিক এখন রোনাল্ডোই। ছাপিয়ে গেলেন জার্মান কিংবদন্তি গার্ড মুলারকে। হেড দিয়ে মুলার গোল করেছিলেন ১৪৪টি। রোনাল্ডোর গোলসংখ্যা ১৪৫। হেড দিয়ে পেলে গোল করেছিলেন ১২৪টি।
View this post on Instagram
আল নাসেরের হয়ে প্রথম গোলটি করেন টালিস্কা। খেলার বয়স তখন ৪২ মিনিট। দ্বিতীয়ার্ধে ইউএস মোনাস্টির সমতা ফেরায়। আলি লাজামি আত্মঘাতী গোল করে বসেন। ৭৪ মিনিটে রোনাল্ডো ২-১ করেন। শেষ লগ্নে জোড়া গোল করে আল নাসের ব্যবধান বাড়ায়। ম্যাচ জিতে নেয় ৪-১ গোলে। রোনাল্ডো তাঁর গোলের ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।
22 SEASONS IN A ROW
CRISTIANO RONALDO IS ETERNAL
pic.twitter.com/mEPwV62rhn
— aurora (@cr7stianos) July 31, 2023
লিখেছেন, ”গুড উইন। গোল করতে পেরে ভাল লাগছে। আমাদের গ্রুপে শীর্ষে রয়েছি।” এদিকে আল নাসের সই করিয়েছে ক্রোয়েশিয়ার মিডফিল্ডার মার্সেলো ব্রোজোভিচকে। বায়ার্ন মিউনিখ থেকে সাদিও মানেকে সই করাতে চলেছে আল নাসের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.