Advertisement
Advertisement

Breaking News

এবার অ্যাঞ্জেলিনার সঙ্গে টিভি সিরিজে রোনাল্ডো

নতুন ভূমিকায় রোনাল্ডোকে ছোটপর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন তাঁর অগণিত ভক্ত৷

Cristiano Ronaldo, Angelina Jolie to star in Turkish television series
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 18, 2017 12:35 pm
  • Updated:February 18, 2017 12:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনয়ের ইচ্ছা তাঁর বরাবরের৷ বছর দুয়েক আগে বড়পর্দায় মুক্তি পেয়েছিল তাঁর ছবি ‘রোনাল্ডো’৷ সেই ছবিতে রিয়াল তারকার সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল ছেলে রোনাল্ডো জুনিয়রকে৷ ফের মাঠ ছেড়ে স্ক্রিন কাঁপাতে চলেছেন সিআর সেভেন৷ তবে বড়পর্দা নয়৷ এবার ছোটপর্দায় কাজ করতে চলেছেন তিনি৷

(এবার কলেজ পড়ুয়াদের ক্ষেত্রে বাধ্যতামূলক হল আধার কার্ড)

মাঠের মতো মাঠের বাইরেও সমান জনপ্রিয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ নারীসঙ্গ তাঁকে বারবারই খবরের শিরোনামে নিয়ে আসে৷ এবার তাঁর সঙ্গে নাম জড়াল হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির৷ না, প্রেমের সম্পর্ক নয়৷ ছোটপর্দায় ক্রীড়া ও বিনোদন দুনিয়ার দুই তারকাকে একসঙ্গে দেখা যাবে৷ তুরস্কের একটি টিভি চ্যানেলে দেখা যাবে এই সিরিজ৷ দক্ষিণ-পূর্ব তুরস্কে ধারাবাহিকটি শুট করা হয়েছে৷ গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ান পরিবারগুলির শরণার্থী হয়ে ওঠার কাহিনিই ফুটিয়ে তোলা হবে এই সিরিজে৷ চলতি মাসের এপ্রিলে টিভি সিরিজটি শুরু হবে বলে জানানো হয়েছে৷ আর সেখানেই রোনাল্ডোর সঙ্গে কাজ করেছে হট অ্যান্ড সিজলিং অ্যাঞ্জেলিনাও৷

Advertisement

(ব্যাডমিন্টন নয়, সিন্ধু ভলিবল খেলোয়াড়!)

রিয়েল লাইফেও একাধিকবার শরণার্থীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন পর্তুগিজ স্ট্রাইকার৷ এবার রিল লাইফেও দর্শকদের কাছে সেই ছবিই তুলে ধরবেন তিনি৷ নতুন ভূমিকায় রোনাল্ডোকে ছোটপর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন তাঁর অগণিত ভক্ত৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement