Advertisement
Advertisement
IPL

দুরন্ত বোল্ট-বুমরাহ! রোহিতের অনুপস্থিতিতেই দিল্লিকে হেলায় হারাল মুম্বই

লিগ টেবিলে প্রথম বা দ্বিতীয় স্থান পাওয়া নিশ্চিত করলেন পোলার্ডরা।

‌IPL 2020: MI beats DC by 9 wickets | Sangbad Pratidin‌‌
Published by: Abhisek Rakshit
  • Posted:October 31, 2020 6:40 pm
  • Updated:October 31, 2020 7:09 pm  

দিল্লি ক্যাপিটালস:‌ ২০ ওভারে ১১০/‌৯ (‌শ্রেয়স ২৫, বুমরাহ ৩/‌১৭)‌
মুম্বই ইন্ডিয়ান্স:‌ ১৪.‌২ ওভারে ১১১/‌১ (‌ইশান ৭২*‌, নর্ৎজে ১/‌২৫)‌
মুম্বই ইন্ডিয়ান্স ৯ উইকেটে জয়ী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ প্রায় শেষের পথে IPL। প্রথম ম্যাচে হার দিয়ে অভিযান শুরু করলেও বর্তমানে অশ্বমেধের ঘোড়ার মতোই যেন ছুটছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। খেলছে একেবারে গতবারের চ্যাম্পিয়নের মতোই। তাও আবার দলের সেরা খেলোয়াড় রোহিত শর্মাকে (Rohit Sharma) ছাড়াই। শনিবার টুর্নামেন্টের অন্যতম সেরা দল দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals) হেলায় হারিয়ে কায়রন পোলার্ডরা বুঝিয়ে দিলেন ফের একবার কাপ যেতে পারে আরব সাগরের তীরেই।

Advertisement

এদিনও মুম্বইয়ের জয়ের নায়ক সেই ট্রেন্ট বোল্ট–জসপ্রীত বুমরাহ জুটি। দুই পেস বোলারের দাপটে এদিন কার্যত দিশেহারা হয়ে পড়ল দিল্লির শক্তিশালী ব্যাটিং লাইন আপও। দু’‌জনেই তিনটি করে উইকেট নেন। এর ফলে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১১০ রান করে দিল্লি। আর এক উইকেট হারিয়েই ম্যাচ জিতে নেয় মুম্বই।

[আরও পড়ুন: বিস্তর নাটকের পর অবশেষে ‘করোনামুক্ত’ রোনাল্ডো, বিবৃতি দিয়ে জানাল জুভেন্তাস]

টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছিলেন পোলার্ড। আর তাঁর এই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন মুম্বই বোলাররা। প্রথম ওভার থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে দিল্লির। দলের হয়ে সর্বোচ্চ রান শ্রেয়সের। তিনি ২৫ রান করেন। চার ওভার বল করে বুমরাহ দেন ১৭ রান এবং বোল্ট দেন মাত্র ২১ রান। মাত্র ১১১ রান তাড়া করতে নেমে শুরুটা ভাল করেন ডি’‌কক এবং ইশান কিষান। ডি’‌কক ২৬ রান করে আউট হলেও সূর্যকুমারের সঙ্গে দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন ইশান। ৪৭ বলে অপরাজিত ৭২ রান করেন তিনি।এই ম্যাচ জেতায় মুম্বই যেমন লিগ টেবিলে প্রথম বা দ্বিতীয় স্থান পাওয়া নিশ্চিত করল, তেমনই কেকেআরের আশাও জিইয়ে রাখল।

[আরও পড়ুন: দলের বিপর্যয়ে ফুটছেন KKR সমর্থকরা, ‘‌ভিলেন’‌ হিসেবে উঠছে বেঙ্কি মাইসোরের নাম]

এদিনও অবশ্য মাঠে নামেননি রোহিত। তবে অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় দলে তাঁর নাম না থাকা নিয়ে যে বিতর্ক হয়েছে, তাতে জল ঢেলে দিয়েছে বোর্ড। বিসিসিআইয়ের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এখনও তাঁর অস্ট্রেলিয়া সফরে যাওয়া বা না যাওয়া নিয়ে কোনও সিদ্ধান্তই হয়নি। আগামী রবিবার রোহিতের চোটের পরীক্ষা করা হবে। তারপরই সিদ্ধান্ত নেওয়া হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement