Advertisement
Advertisement
‌‌Sports News in Bengali

চাঞ্চল্যকর!‌ ধোনির খারাপ ফর্মের জন্য এবার ধর্ষণের হুমকির মুখে মেয়ে জিভা

সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন নেটিজেনরা।

‌‌Sports News in Bengali: Dhoni's Daughter Ziva is Getting Rape Threats in social media after CSK Lost IPL Match to KKR | Sangbad Pratidin‌‌
Published by: Abhisek Rakshit
  • Posted:October 9, 2020 5:45 pm
  • Updated:October 9, 2020 8:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ ব্যাট হাতে আর আগের মতো আগুনে ফর্মে নেই মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। আইপিএলে চেন্নাইয়ের বাকি দলটির পারফরম্যান্সও তথৈবচ। পাঞ্জাবের বিরুদ্ধে দশ উইকেটে জয়ের পরের ম্যাচেই কেকেআরের (Kolkata knight Riders) কাছে দশ রানে হার। অর্থাৎ ধারাবাহিকতার স্পষ্ট অভাব। কিন্তু এই পরিস্থিতিতে ধোনি এবং চেন্নাইয়ের (Chennai Super Kings) ক্রিকেটারদের খারাপ পারফরম্যান্সের জন্য সমালোচনা শুনতে হচ্ছেই। কিন্তু এবার এর আঁচ এসে পড়ল ধোনির ছোট্ট মেয়ে খুদে জিভার উপরও। এমনকী সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকিও দেওয়া হল একরত্তি শিশুটিকে।

[আরও পড়ুন:‌‌‌ উচ্চতা ৭ ফুট ৬ ইঞ্চি, পাকিস্তানের জার্সিতে খেলাই স্বপ্ন বিশ্বের সবচেয়ে লম্বা ক্রিকেটারের]

হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। একটি টুর্নামেন্টে একটি ফ্র্যাঞ্চাইজি দলের খারাপ খেলার জন্য অধিনায়কের ছোট্ট মেয়েকে ধর্ষণের হুমকির সম্মুখীন হতে হল। সোশ্যাল মিডিয়ায় ওই ম্যাচের পর থেকেই ধোনি এবং স্ত্রী সাক্ষীর একাধিক পোস্টে এধরনের কুরুচিকর মন্তব্য করা হল জিভার উদ্দেশে। কোথাও আবার ধর্ষণের বর্ণনাও দেওয়া হল। আর এই সমস্ত কিছু দেখেই হতবাক অনেকে। কেউ কেউ আবার পালটা সমালোচনাও করেছেন।

Advertisement

[আরও পড়ুন:‌‌‌ ‌ব্যাটসম্যানদের স্বর্গরাজ্য, টি-টোয়েন্টির নিয়মে তাই এই বদল চান গাভাসকর]

কেকেআরের বিরুদ্ধে প্রায় জয়ের মতো পরিস্থিতি থেকে ম্যাচ হারেন ধোনিরা। তারপরই সোশ্যাল মিডিয়ায় ট্রোল–মিম–সমালোচনার বন্যা বয়ে যায়। কিন্তু কেউ হয়তো জিভাকে নিয়ে এধরনের মন্তব্য আসতে পারে, সেরকমটা আশা করেননি। তাই এই মন্তব্যগুলো দেখে অনেকেই আবার ধোনির পাশে দাঁড়ান। এধরনের মন্তব্যের তীব্র সমালোচনাও করেন। ধোনি বা তাঁর দল পারফর্ম করতে পারছে না, তার জন্য ছোট্ট জিভাকে ধর্ষণের হুমকি ‌কেন দেওয়া হবে?‌ অনেকেই এই প্রশ্ন তোলেন। কেউ কেউ আবার এই সাইবার অপরাধীদের শাস্তির দাবিও জানান।

 

তবে এই প্রথম নয়, ভারতীয় ক্রিকেটে বহুদিন ধরেই এই রীতি চলে আসছে। খেলোয়াড়দের খারাপ পারফরম্যান্সের জন্য তাঁদের সন্তান-স্ত্রীদের ব্যক্তিগত আক্রমণের মুখে পড়তে হয়েছে। চলতি আইপিএলেই বিরাটের ফর্ম হারানোর পর অনুষ্কাকে জড়িয়ে গাভাসকারের মন্তব্য নিয়ে কম বিতর্ক হয়নি। এবার নয়া সংযোজন জিভার নাম।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement