Advertisement
Advertisement

Breaking News

Clive Madande

ভাঙল ৯০ বছর পুরনো রেকর্ড! অভিষেক টেস্টেই লজ্জার নজির জিম্বাবোয়ের উইকেটকিপারের

কী রেকর্ড গড়লেন তিনি?

Zimbabwe Wicketkeeper Clive Madande sets a unwanted record breaking 90 year old record

ক্লাইভ মাদান্দে। ফাইল চিত্র।

Published by: Arpan Das
  • Posted:July 27, 2024 7:04 pm
  • Updated:July 27, 2024 7:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে, রেকর্ড তৈরিই হয় ভাঙার জন্য। ক্রিকেট মাঠেও এরকম অসংখ্য নজির ভাঙে-গড়ে। সেরকমই ঘটনা ঘটল জিম্বাবোয়ে-আয়ারল্যান্ড টেস্ট ম্যাচে। যে রেকর্ড নিশ্চয়ই ভুলে যেতে চাইবেন জিম্বাবোয়ের উইকেটকিপার ক্লাইভ মাদান্দে (Clive Madande)।

এদিন টেস্ট ম্যাচে যে লজ্জার রেকর্ড তিনি গড়লেন, তাতে ভেঙে গেল ৯০ বছর পুরনো নজির। ১৯৩৪ সালে রেকর্ড গড়েছিলেন ইংল্যান্ডের উইকেটকিপার লেস অ্যামেস। ওভাল টেস্টে অস্ট্রেলিয়া করেছিল ৩২৭ রান। এবং সেই ম্যাচে ৩৭টি বাই রান দিয়েছিলেন অ্যামেস। সেই রেকর্ড ভেঙে দিলেন মাদান্দে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে তিনি দিলেন ৪২টি বাই রান!

Advertisement

[আরও পড়ুন: অলিম্পিক উদ্বোধনে সস্তার শাড়ি! সিন্ধুদের পোশাক নিয়ে বিতর্ক নেটপাড়ায়]

ঘটনাচক্রে, ২৪ বছর বয়সি মাদান্দের টেস্ট অভিষেক ঘটল এই ম্যাচেই। সেখানেই বিরল কৃতিত্ব গড়লেন তিনি। যদিও তাঁকে পুরোপুরি দোষ দেওয়া যায় কিনা, সেই প্রশ্নও উঠছে। জিম্বাবোয়ের বোলাররা যেভাবে লাইন-লেংথ ছাড়া বল করছিলেন, তাতে অনেক ক্ষেত্রেই কিছু করার ছিল না। লেগ সাইডে অনেক বল তাঁকে ফাঁকি দিয়ে নাগালের বাইরে চলে যায়। এর পর ব্যাট হাতেও ব্যর্থ হন তিনি। প্রথম বলেই শূন্য রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান মাদান্দে।

[আরও পড়ুন: কোপার চোট ভোগাচ্ছে মেসিকে, প্রত্যাবর্তনের দিনতারিখ গোপন রাখা হচ্ছে]

স্টরমন্টের স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। জিম্বাবোয়ের প্রথম ইনিংস থেমে যায় ২১০ রানে। জবাবে আয়ারল্যান্ড টলে ২৫০ রান। যদিও দ্বিতীয় ইনিংসে ভালো জায়গায় রয়েছে জিম্বাবোয়ে। যদিও এর মধ্যেই একটি ভালো খবর অপেক্ষা করে রয়েছে তাদের জন্য। ২০২৫ সালে ইংল্যান্ডে একটি টেস্ট খেলতে যাবে জিম্বাবোয়ে। তাদের বোর্ডের আর্থিক অবস্থা মাথায় রেখে জিম্বাবোয়ের ক্রিকেটারদের এক টেস্টের বেতন দেওয়ার কথা জানিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement