Advertisement
Advertisement
Pakistan vs Zimbabwe

বিশ্বকাপে ফের অঘটন, জিম্বাবোয়ের কাছে কুপোকাত পাকিস্তান

ভারতের কাছে দুঃস্বপ্নের হার থেকে বেরোতে পারেনি পাকিস্তান।

Zimbabwe beats Pakistan in T20 World Cup | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:October 27, 2022 8:17 pm
  • Updated:October 27, 2022 9:08 pm

জিম্বাবোয়ে: ১৩০/৮ (উইলিয়ামস-৩১, ওয়াসিম-২৪/৪, শাদাব-২৩/৩)
পাকিস্তান: ১২৯/৮ (শান মাসুদ-৪৪, নওয়াজ-২২, রাজা-২৫/৩)
১ রানে জয়ী জিম্বাবোয়ে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপে (T-20 World Cup) ফের অঘটন। রক্তের গতি বাড়িয়ে দেওয়া ম্যাচে জিম্বাবোয়ে হারাল পাকিস্তানকে। ভারতের কাছে প্রথম ম্যাচে হেরে গিয়েছিল পাকিস্তান। সেই হারের দুঃস্বপ্ন থেকে এখনও বেরোতে পারেনি বাবর আজমের দল। বিরাট কোহলি ম্যাচ বের করে এনেছিলেন গত রবিবার। বৃহস্পতিবার এক পাকিস্তানি স্পিনারের ঘূর্ণিতেই বেসামাল হয়ে গেল ইমরান খানের দেশ। সিকন্দর রাজার স্পিনে পাকিস্তানের (Pakistan vs Zimbabwe) ব্যাটিং মেরুদণ্ড ভাঙল। তার পরে প্রচণ্ড লড়াই করে জয়ের কাছে এলেও মোক্ষম সময়ে ম্যাচ হাতছাড়া হয়ে গেল পাকিস্তানের।

Advertisement

লো স্কোরিং ম্যাচে যথেষ্ট উত্তেজক লড়াই চলে দু’দলের মধ্যে। মাত্র ১৩০ রানের পুঁজি নিয়েও দুরন্ত লড়াই করেন জিম্বাবোয়ে বোলাররা। প্রথম থেকে শেষ পর্যন্ত পাক ব্যাটরদের উপরে চাপ রেখে দেন জিম্বাবোয়ে বোলাররা। এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় তিন নম্বরে উঠে এল জিম্বাবোয়ে। ম্যাচ হেরে বিশ্বকাপের নক আউট পর্বে অনিশ্চিত হয়ে পড়ল পাকিস্তান। 

ভারতের বিরুদ্ধে হার ভুলে মাঠে নামার বার্তা দিয়েছিলেন পাক অধিনায়ক বাবর আজম। পারথের স্টেডিয়ামে বৃহস্পতিবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবোয়ে। আগ্রাসী মেজাজেই ইনিংস শুরু করেন জিম্বাবোয়ে ব্যাটাররা। প্রথম পাঁচ ওভারের শেষে ৪২ রান তুলে ফেলে তারা।

[আরও পড়ুন: ‘দিওয়ালির বড় উপহার’, পুরুষ ক্রিকেটারদের সমবেতন মহিলাদেরও দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত ঝুলনের]

এরপর পাকিস্তানকে ম্যাচে ফিরিয়ে আনেন হ্যারিস রউফ ও মহম্মদ ওয়াসিম। মাত্র ২৪ রান দিয়ে চার উইকেট তুলে নেন ওয়াসিম। মাত্র একটি উইকেট নিলেও অত্যন্ত কৃপণ বোলিং করেন রউফ। নিজের চার ওভারে মাত্র ১২ রান দেন তিনি। জিম্বাবোয়ের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন শন উইলিয়ামস। নির্ধারিত কুড়ি ওভারের শেষে আট উইকেট হারিয়ে ১৩০ রান তোলে জিম্বাবোয়ে। 

তবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই বেশ অস্বস্তিতে ছিলেন পাক ব্যাটাররা। সেভাবে পার্টনারশিপ গড়ে তুলতে পারেননি বাবর আজমরা। ভারতের পরে জিম্বাবোয়ের বিরুদ্ধেও ব্যর্থ হলেন পাক অধিনায়ক। মাত্র ১৪ রান করে প্যাভিলিয়নে ফিরে যান মহম্মদ রিজওয়ানও। একা শান মাসুদ ৪৪ রান করে লড়াই চালিয়ে গেলেও লাভ হয়নি। সিকান্দার রাজার বলে স্টাম্পড হয়ে যান তিনি। পাকিস্তানের আশা ওখানেই শেষ হয়ে যায়। শেষের দিকে নওয়াজ মরিয়া একটা লড়াই চালিয়েছিলেন। কিন্তু শেষ ওভারে তিনি ফিরতেই পাকিস্তানের স্বপ্ন শেষ হয়ে যায়। শেষ বলে শাহিন আফ্রিদি রান আউট হন। জিম্বাবোয়ে খেলোয়াড়রা তখন সপ্তম স্বর্গে। এবারের বিশ্বকাপে প্রথম জয় পেল জিম্বাবোয়ে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগের ম্যাচটা বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল। 

[আরও পড়ুন:ভারতের মহিলা ক্রিকেটে স্মরণীয় দিন, জয় শাহকে ধন্যবাদ জানালেন হরমনপ্রীতরা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement