Advertisement
Advertisement
Adam Zampa Marcus Stoinis

স্টইনিসকে চুমু জাম্পার, সেই ছবি পোস্ট করে প্রেমদিবসের শুভেচ্ছা জানাল বিগ ব্যাশ

দুই ক্রিকেটারই সাফ জানিয়েছেন, তাঁরা কেবলই ভাল বন্ধু।

Zampa kissing Stoinis, Big Bash shares picture wishing valentine's day | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:February 14, 2023 4:32 pm
  • Updated:February 14, 2023 4:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার প্রেমদিবস পালন করছে গোটা বিশ্ব। প্রিয়তম মানুষটির পাশাপাশি পরিচিতদেরও ‘ভ্যালেন্টাইনস ডে’র শুভেচ্ছা জানাচ্ছেন সকলে। সোশ্যাল মিডিয়ায় যুগলে ছবি পোস্ট করেই বিশেষ দিনটি পালন করছেন সকলে। ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে মজার একটি ছবি পোস্ট করেছে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ (Big Bash)। দুই অজি তারকার চুম্বনের ছবি পোস্ট করে ভালবাসার দিনের (Valentine’s Day) শুভেচ্ছা জানিয়েছে তারা।

লেগস্পিনার অ্যাডাম জাম্পা (Adam Zampa) ও অলরাউণ্ডার মার্কাস স্টইনিস (Marcus Stoinis)- দুই তারকার মিষ্টি চুম্বনের ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, “হ্যাপি ভ্যালেন্টাইনস ডে।” ছবিতে দেখা যাচ্ছে, সতীর্থ স্টইনিসের গালে চুমু খাচ্ছেন জাম্পা। প্রসঙ্গত, চলতি মরশুমে একই দলের হয়ে বিগ ব্যাশ খেলতেন জাম্পা ও স্টইনিস। দু’জনের মধ্যে দারুণ বন্ধুত্বও রয়েছে।

Advertisement

[আরও পড়ুন: বাংলার ক্রিকেটে ফের ‘অরুণ উদয়’? ‘৯০ ফেরাতে মনোজদের নিয়ে স্বপ্নে বিভোর প্রাক্তন চ্যাম্পিয়নও]

এই ছবি প্রকাশের পরেই নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়, তাহলে কি বন্ধুত্ব ছাড়াও বিশেষ সম্পর্ক রয়েছে দু’জনের মধ্যে? দুই ক্রিকেটারের মধ্যে একাধিক ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পোস্ট করতে থাকেন ক্রিকেটপ্রেমীরা। মাঠের মধ্যে ও বাইরে নানা সময়ে একে অপরের সঙ্গে দেখা গিয়েছে জাম্পা ও স্টইনিসকে। সেই ছবি দেখেই অনেকের মত, এই দুই ক্রিকেটার কেবলমাত্র বন্ধু নন।

তবে নেটিজেনদের এই অনুমান একেবারেই ঠিক নয়। ২০২১ সালে দীর্ঘদিনের বান্ধবী হ্যারিয়েট পামারকে বিয়ে করেন অজি লেগস্পিনার। অন্যদিকে, দীর্ঘদিন ধরেই সারা কারনুচের সঙ্গে সম্পর্কে রয়েছেন স্টইনিস। দুই ক্রিকেটারই সাফ জানিয়েছেন, তাঁরা কেবলই ভাল বন্ধু। তবে তাঁদের মধ্যে এই মজার খুনসুটির দৃশ্য বেশ উপভোগ করেন ক্রিকেটপ্রেমীরা।

[আরও পড়ুন: চুপিসারে বিয়ে সেরে ফেললেন পৃথ্বী? প্রেমদিবসে পোস্ট করলেন ‘স্ত্রী’কে চুমুর ছবিও! তুঙ্গে চর্চা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement