সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে মাত্র ১১৭ রানে ধসে গিয়েছে ভারতের ব্যাটিং লাইন আপ। ভারতের রান তাড়া করতে নেমে ১১ ওভারে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। ট্র্যাভিস হেড ও মিচেল মার্শ অপরাজিত থেকে দশ উইকেটে ম্যাচ জিতে নেয় অজিরা।
ভারতের এই অসহায় আত্মসমর্পণ দেখে স্থির থাকতে পারেননি ভারতের প্রাক্তন বাঁ হাতি পেসার জাহির খান (Zaheer Khan)। তৃতীয় ও শেষ ওয়ানডেতে কি উমরান মালিককে দলে ফেরানো উচিত? জাহির খানকে এই প্রশ্ন করে ক্রিকেট সংক্রান্ত একটি ওয়েবসাইট। উত্তরে জাহির জানিয়েছেন, দলে কোনও চোটআঘাত থাকলে তবেই উমরান মালিক সুযোগ পাবেন। ভারতের বাঁ হাতি পেসার বলছেন, ”প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া ১৮৮ রানে অল আউট হয়ে যায়। দ্বিতীয় ম্যাচে ভারতের ব্যাটাররা এমন কিছুই করতে পারল না যাতে বোলাররা প্রভাব ফেলতে পারে। ভারতীয় বোলারদের লড়াই করার জন্য মঞ্চও দিতে পারেনি ব্যাটাররা। প্রথম ম্যাচে ভারতের বোলাররা কিন্তু নিজেদের সেরাটা দিয়েছে।”
মহম্মদ শামি, মহম্মদ সিরাজদের আগুনে বোলিংয়ে অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডেতে শেষ হয়ে যায় ১৮৮ রানে। জাহির বলছেন, ”সমস্যাটা কোন জায়গায় সেটা দেখা গিয়েছে প্রথম দুটো ওয়ানডেতে। সমস্যাটা হল প্রথম ১০ ওভারে। ব্যাট হাতে কী করছিল ব্যাটাররা?” ভারতীয় ব্যাটারদের উদ্দেশে প্রশ্ন জাহিরের।
ভারতের প্রাক্তন বাঁ হাতি পেসার অস্ট্রেলিয়ান বোলারদের উদাহরণ টেনে এনেছেন। জাহির বলছেন, ”নতুন বল হাতে মিচেল স্টার্ক চাপ বাড়াল ভারতীয় ব্যাটারদের উপরে। পরের বোলাররা এসে যাতে চাপ বাড়াতে পারে, সেই প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছিল স্টার্ক। ফলে উইকেট যখন পড়তে থাকে, তখন বোলারকে সামলানোর জন্য পরবর্তী ব্যাটারের উপরে চাপ বাড়তে থাকে।”
ওয়াংখেড়েতে অনুষ্ঠিত প্রথম ওয়ানডে ম্যাচেও ভারতের টপ অর্ডারে ধস নেমেছিল। কিন্তু লোকেশ রাহুলের ম্যাচ জেতানো ৭৫ রান ভারতকে জয় এনে দেয়। ১০.২ ওভারে ভারতের টপ অর্ডারের চার-চারটি উইকেট পড়ে গিয়েছিল। প্রথম ১০ ওভারে এই উইকেট ধসের কথাই বলছেন জাহির।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.