ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুজবেন্দ্র চাহালের চার বছরের বিবাহিত জীবনে নাকি ইতি পড়তে চলেছে। ধনশ্রী ভার্মার সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনার মধ্যেই ইঙ্গিতবাহী পোস্ট করলেন তারকা ক্রিকেটার। ইনস্টাগ্রামে তিনি লেখেন, কঠোর পরিশ্রমের মাধ্যমেই প্রত্যেক মানুষের চরিত্র ফুটে ওঠে। জীবনের এই পর্যায়ে পৌঁছতে কী কী করতে হয়েছে, সেটাও জানতে পারে সকলেই।
গত বছর থেকেই ধনশ্রীর সঙ্গে চাহালের সম্পর্কে ফাটলের গুঞ্জন শোনা যাচ্ছিল। চাহাল নিজের সোশাল অ্যাকাউন্টে লিখেছিলেন, ‘নতুন জীবনের সূচনা হচ্ছে।’ যদিও তখন ডিভোর্সের জল্পনা উড়িয়ে দিয়েছিলেন তারকা স্পিনার। কিন্তু এই ঘটনার পরই স্বামীর পদবি নিজের নামের পাশ থেকে মুছে ফেলেছিলেন ধনশ্রী। তাতে ফের তাঁদের সম্পর্কে চিড় ধরার চর্চা উঠে আসে শিরোনামে। তবে দিনকয়েক আগে ফের মাথাচাড়া দিয়ে ওঠে বিচ্ছেদের জল্পনা। কারণ সোশাল মিডিয়া থেকে ধনশ্রীর সমস্ত ছবিই নাকি সরিয়ে ফেলেছেন ভারতীয় স্পিনার! পালটা ধনশ্রী ইনস্টাগ্রামে চাহালকে আনফলো করে দিয়েছেন। যদিও তিনি এখনও পর্যন্ত চাহালের সঙ্গে পোস্ট করা কোনও ছবি ডিলিট করেননি।
এহেন পরিস্থিতিতে দম্পতির ঘনিষ্ঠমহলের দাবি, গুঞ্জন নয়। সত্যিই নাকি বিচ্ছেদের চিন্তাভাবনা চলছে। ঘোষণা শুধু সময়ের অপেক্ষা। যদিও বিচ্ছেদের সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে যতদূর জানা গিয়েছে, দুজনই আলাদা থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। উল্লেখ্য, ২০২০ সালের ১১ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েছিলেন চাহাল ও ধনশ্রী। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতীয় দলে ছিলেন না চাহাল। কিন্তু মেগা টুর্নামেন্টের থিম সংয়ের ভিডিওতে উজ্জ্বল উপস্থিতি ছিল চাহালপত্নীর।
বিচ্ছেদের জল্পনার মধ্যে রবিবার নিজের ইনস্টাগ্রামে চাহাল লেখেন, ‘কঠোর পরিশ্রমেই মানুষের প্রকৃত চরিত্র বোঝা যায়। তুমি নিজেই জানো তোমার জীবন কোন পথে চলেছে। তোমার যন্ত্রণা, কীভাবে তুমি এখানে পৌঁছেছ, সেগুলো তুমি জানো। পাশপাশি জানে গোটা বিশ্বও।’ চাহাল আরও বলেন, ঘাম ঝরিয়ে পরিশ্রম করে নিজের বাবা-মাকে গর্বিত করেছেন তিনি। কিন্তু এই পোস্টে কি ধনশ্রীর উন্নতিকে একহাত নিলেন তারকা স্পিনার? উঠছে প্রশ্ন।
Yuzvendra Chahal’s Instagram story. pic.twitter.com/YlDags1ULy
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 4, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.