সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনকয়েক আগে এক রহস্যময়ীর সঙ্গে দেখা গিয়েছিল যুজবেন্দ্র চাহালকে। তারপর ফের এক সুন্দরীর সঙ্গে দেখা গেল তারকা স্পিনারকে। কেবল একফ্রেমে ধরা দেওয়াই নয়, এক টেবিলে বসে লাঞ্চ সারতেও দেখা গিয়েছে তাঁদের। তারপর থেকেই রহস্যময়ীর সঙ্গে চাহালের সম্পর্ক নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
গত বছর থেকেই স্ত্রী ধনশ্রী ভার্মার সঙ্গে চাহালের সম্পর্কে ফাটলের গুঞ্জন শোনা যাচ্ছিল। চাহাল নিজের সোশাল অ্যাকাউন্টে লিখেছিলেন, ‘নতুন জীবনের সূচনা হচ্ছে।’ যদিও চাহাল তখন ডিভোর্সের জল্পনা উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু এই ঘটনার পরই স্বামীর পদবি নিজের নামের পাশ থেকে মুছে ফেলেছিলেন ধনশ্রী। দিনকয়েক আগে ফের মাথাচাড়া দিয়ে ওঠে বিচ্ছেদের জল্পনা। কারণ সোশাল মিডিয়া থেকে ধনশ্রীর সমস্ত ছবিই নাকি সরিয়ে ফেলেছেন ভারতীয় স্পিনার! ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করে দিয়েছেন তারকা দম্পতি।
বিচ্ছেদ নিয়ে জল্পনার মধ্যেই এক রহস্যময়ীর সঙ্গে ফ্রেমবন্দি হন তারকা স্পিনার। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, এক মহিলার সঙ্গে হাঁটছেন চাহাল। ক্যামেরা থেকে বাঁচতে হাত দিয়ে মুখ ঢেকে নিতেও দেখা যায় তাঁকে। যদিও ওই তরুণীর পরিচয় জানা যায়নি। তবে নেটদুনিয়ায় তুমুল জল্পনা, চাহাল-ধনশ্রীর বিচ্ছেদে অনুঘটক হতে পারেন এই রহস্যময়ী। ওই ছবি ভাইরাল হওয়ার পরে চর্চা শুরু হয়েছে আরও এক সুন্দরীকে নিয়ে। কারণ তাঁর সঙ্গে বসে ক্রিসমাস লাঞ্চ করেছেন তারকা স্পিনার।
কে এই সুন্দরী? জানা গিয়েছে, তাঁর নাম মাহভাশ। পেশায় রেডিও জকি। নিজের কাজের দুনিয়ায় তিনি বেশ জনপ্রিয়। মাত্র ২৪ বছর বয়সে দিল্লির এই রেডিও জকি যথেষ্ট পরিচিতি পেয়েছেন। এ জে কে মাস কমিউনিকেশন রিসার্চ সেন্টারের ছাত্রী ছিলেন তিনি, যেখান থেকে পড়াশোনা করেছেন শাহরুখ খানও। দেশের প্রথম মহিলা প্র্যাঙ্কস্টার হিসাবেও পরিচিত মাহভাশ। গত বড়দিনে চাহালের সঙ্গে ক্রিসমাস লাঞ্চ সেরেছিলেন তিনি। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন, “পরিবারের সঙ্গে লাঞ্চ।” এই ক্যাপশন থেকেই প্রশ্ন, তাহলে কি চাহালের পরিবারের একজন হয়ে উঠেছেন মাহভাশ?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.