Advertisement
Advertisement
Yuzvendra Chahal

Yuzvendra Chahal: অদ্ভুত যুক্তিতে বাদ চাহাল, ক্ষোভ উগরে দিলেন সোশ্যাল মিডিয়াতে

অদ্ভুত কারণে বাদ যুজবেন্দ্র চাহাল।

Yuzvendra Chahal reacts to Asia Cup 2023 snub with cryptic emojis on social media
Published by: Sabyasachi Bagchi
  • Posted:August 22, 2023 10:43 am
  • Updated:September 4, 2023 8:00 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে তাঁকে সুযোগ দেওয়া হয়নি। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকলেও, একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। আর এবার এশিয়া কাপের (Asia Cup 2023) দল থেকে বাদ পড়লেন এই লেগ স্পিনার। চাহালের বাদ যাওয়ায় ক্রিকেট দুনিয়া তোলপাড়। এমন পরিস্থিতিতে নিজের ক্ষোভ উগরে দিলেন টিম ইন্ডিয়ার (Team India) তারকা ক্রিকেটার। সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্টে শোরগোল পড়ে গিয়েছে। তবে চাহাল তাঁর ক্ষোভ উগরে দিলেন, অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) দাবি, কারও দরজা ভারতীয় দলের জন্য বন্ধ হয়নি।

সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন চাহাল। সেই পোস্টে তিনি কিছুই লেখেননি, শুধু দুইটি ইমোজিই ব্যবহার করেছেন। তার মধ্য়ে একটিতে মেঘের আড়ালে সূর্য ও অপরটিতে সূর্যোদয় দেখা যাচ্ছে। চাহাল কিছু না লিখলেও, এই মেঘের আড়াল থেকে সূর্যোদয় যে তাঁর দলে বাদ পড়া এবং প্রত্যাবর্তনেরই ইঙ্গিতবাহী, সেটা বুঝতে খুব একটা বেগ পেতে হয় না।

Advertisement

[আরও পড়ুন: দুই মেগা ইভেন্টের আগে রোহিতকে কোন পরামর্শ দিলেন সৌরভ?]

 

এর পরিপ্রেক্ষিতে রোহিত সাংবাদিক বৈঠকে বলেন, “আসলে আমরা এমন একজন ক্রিকেটারের খোঁজে ছিলাম যে লোয়ার অর্ডারে ব্যাট করতে পারে। সেদিক থেকে অক্ষর প্যাটেল অনেকটা এগিয়ে আছে। গত এক বছর অক্ষর ব্যাটে পারফর্ম করেছে। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে ওর পারফরম্যান্স বেশ ভাল।” এরপর রোহিত ফের যোগ করেন, “এর বাইরে আমার আরও একটি কথা বলার আছে। কারও জন্য ভারতীয় দলের দরজা বন্ধ হয়নি। যে কোনও ক্রিকেটার, যে কোনও সময় দলে সুযোগ পেতেই পারে। চাহাল সাদা বলের ক্রিকেটে যথেষ্ট অভিজ্ঞ। তাই যদি আমাদের মনে হয় বিশ্বকাপে ওকে দরকার তাহলে অবশ্যই দল নেব। শুধু চাহাল নয়। রবিচন্দ্রন অশ্বিন এবং ওয়াশিংটন সুন্দরের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য।”

যদিও নির্বাচক প্রধান অজিত আগরকর অবশ্য অন্য কথা শুনিয়ে রাখলেন। তাঁর মতে, “এশিয়া কাপের (Asia Cup 2023) মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার দলের কম্বিনেশনের কথা ভাবতেই হবে। সেদিক থেকে চাহালের থেকে কুলদীপ এগিয়ে রয়েছে। তাছাড়া দুই জন রিস্টস্পিনার একসঙ্গে রাখা যায় না। অক্ষরও রয়েছে। তাই ওকে এবার সুযোগ দেওয়া হল না।”

[আরও পড়ুন: কুলদীপ ইন, চাহাল আউট! ভাল ফর্মে থেকেও এশিয়া কাপ থেকে কেন বাদ ভারতীয় স্পিনার?]

সাদা বলের ক্রিকেটে চাহাল যে ম্যাচ উইনার, সেটা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হল এহেন চাহাল আবার জাতীয় দলে কি ফিরতে পারবেন? সেটাই দেখার।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement